বাংলাদেশ ও ‘একটি ফুটবলের আত্মকাহিনী’

ইয়ামিন
Published : 5 Feb 2013, 11:29 AM
Updated : 5 Feb 2013, 11:29 AM

আমি একটি গোলাকার বস্তু যাকে জালে জড়াতে পারলে ফুটবলার ভায়ারা আনন্দে আত্মহারা হন, আপনারাও ফাল পারেন। আমিও তখন মজা পাই, কিন্তু তার আগে ফুটবলার ভায়াদের নরম পায়ের(!) লাথি খেতে হয়। যাই হোক, এই লাথি খাওয়ার জন্য আমার কোন দুঃখ নাই। দুঃখ কেমনে থাকবে কন – আমি তো মাত্র ৯০ মিনিটের জন্য লাথি খাই, আর বাংলাদেশ নামক এক দেশের জনগন স্বাধীনতার ৪০ বছর পরেও দুই দলের লাথি খেয়ে যাচ্ছে তো যাচ্ছেই এক সেকেন্ডের জন্যও কোন থামাথামি নাই। এখন আপনারাই কন আমার কি কোন দুঃখ থাকা উচিত? মনে কিছু নিয়েন না আমি তো ভুল কইসি এদেশ তো এখনও পরাধীনই আছে – যেখানে রাজাকারদের কোন বিচার হয় না, উল্টা রাজাকারদের দাবিই মানা হয়। আমি জড় বস্তু আমার কোন লজ্জা নাই, কিন্তু আপনারা এই লজ্জা ঢাকবেন কি দিয়া? শুঞ্ছিলাম আপনাদের জাতি আবেগ প্রবন। এবং লজ্জা শরমের ধার ধারেন না। সত্যি কথা আমি বিশ্বাস করতাম না। তয় আজকে এক মানব কশাইয়ের রায় শুনে বিশ্বাস না করে পারতেছি না। দেখেন লাথি মারতে মারতে দেশটা কই নিতে পারেন!

রেফারি, থুক্কু- আল্লাহ আপনাদের সহায় হউন।