জল্লাদ 71, রুষ্টম 77- ভাই আমি হিন্দু , মুসলিম জানিনা। জানিনা ধর্ম, বর্ণের পার্থক্য । শুধু জানি আমাদের মধ্য মণিকে খুজে পাওয়া যাচ্ছেন। চলে গেছে এমন কোথাও যেখান থেকে আর আসবেনা ফিরে।
আমরা জানি মৃততো চিরন্তন সত্ত। তাই বলেকি সেটাই মানতে হবে? মানতে পারিনা এমন অনেক কিছুই তো এই দুনিয়াতে হরহামেশাই ঘটছে। তবে কেন এই বিষয় মানতে হবে?
আমরা কেও যদি কাওকে সামান্য কিছুও দেই তাহলে কোননা কোনদিন একবার হলেও খবর নেই যা দিলাম তার বেবহার সঠিক ভাবে হচ্ছে কিনা?
আর তিনিত অমূল্য কিছু রেখে গেলেন আমাদের মাঝে। অবসসই তিনি আসবেন ফিরে।
অন্তত একবারের জন্য হলেও আসবেন ফিরে হয়তো অন্য কোনও রূপে –
দেখবেন তার এই অমূল্য অবদানের ব্যবহার কেমন ভাবে করছি আমরা।
ঠিকই আসবেন তিনি। এসে দেখবেন তার এই অমূল্য সম্পদের যত্ন আমরা তার মত করেই করার চেষ্টায় আছি।
তাকে যে আসতেই হবে ……….. কারণ আমরা তাকে মনে প্রাণে ডাকছি …………..
আমরা পাচ ভাইবন, মেজ আপা তরমধ্যে সবচেয়েয়া বই কম পড়েন। হুমঅয়ন সার এর কথা উঠতেই উনি কেদে ফেললেন। বেশ অবাক হলাম। আসলে মনে যায়গা দখল করা অন্য বেপার। মুসলমানদের যেমন পূর্ণজনম নাই, তেমন ই কবর ও খাড়া করে দেবার ও উপায় নাই। কিন্তু যারা চান দুয়াকরুন, মিসির আলি কেন যা ইচ্ছা। যাইহোক মৃততর আগে উনি কী চেয়েয়াছেন উনি ভাল জানেন, উনি যা চীয়াছেন তাই যেন উনি পান।
আমার মনে হয় – হিমু বা মিসির আলি, কাউকে আর ফিরে আসতে হবে কেননা যদি তারা আবার ফিরে আসেন তবে আর আমরা তাদের যোগ্য মর্যাদা দিতে পারবোনা। এ কথা কেন বলছি- কারন আমরা কেউ বেঁচে থাকতে তাদের মর্যাদা দেইনা মরে গেলে একটা শোকসভা, কয়েকটা স্তুতি বাক্য ব্যাস । কিন্তু তিনি আমাদের জন্য যা রেখে গেলেন তার মূল্যায়ন কোথাই? আমার আক্ষেপ এখানেই তাই আমি মনে-প্রানে চাই তিনি যেন আর হিমু বা মিসির আলি হয়ে এই বাংলায় না আসেন।
তার ইচ্ছা ছিল চাঁদনী পসর রাতে অন্তর্ধান হতে কিন্তু হয়েছে তার বিপরীত, তারও কারন আছে-যদি তাই হতো তবে আর তার চাওয়ার কিছু থাকত না , আর এখন আছে। তিনি আসবেনই আসবেন তার এই ইচ্ছা পূরণার্থে । তখন যেন আমরা তাকে তার যোগ্য মূল্যায়ন করি।
তিনি তার দেহ থেকে বের হয়েছেন আমাদের মাঝে বিলীন হতে আর হয়েছেন ও তাই। কয়জন আমরা তার সংস্পর্শ পেয়েছি, জারা পেয়েছেন তারা ধন্য আর জারা পাননি তারাও পাবেন তার কর্মে এ নিয়ে আক্ষেপ করার কিছু নাই তিনি তো আছেন । একবার ভাবে বলুন তো তিনি আপনার মাঝে নাই! তাই আমি কোন আক্ষেপ করি না শুধু বলি –
“তুমি কি খেলা খেলিলে আমার সনে
তোমায় আমি রেখেছি এই আমার মনে।
হিমু, মিসির আলি, শঙ্খনীল কারাগার আর নন্দিত নরকে।”
আকাশ (২২.০৭.২০১২)
জল্লাদ 71 বলেছেনঃ
যদি পুর্নজন্ম হয় তবে যেন তিনি ধর্মপ্রান পুর্ন মুসলমান হিসাবেই ফিরে আসেন ।
ইফতিখারুল ইসলাম ইফতি বলেছেনঃ
জল্লাদ 71, রুষ্টম 77- ভাই আমি হিন্দু , মুসলিম জানিনা। জানিনা ধর্ম, বর্ণের পার্থক্য । শুধু জানি আমাদের মধ্য মণিকে খুজে পাওয়া যাচ্ছেন। চলে গেছে এমন কোথাও যেখান থেকে আর আসবেনা ফিরে।
আমরা জানি মৃততো চিরন্তন সত্ত। তাই বলেকি সেটাই মানতে হবে? মানতে পারিনা এমন অনেক কিছুই তো এই দুনিয়াতে হরহামেশাই ঘটছে। তবে কেন এই বিষয় মানতে হবে?
আমরা কেও যদি কাওকে সামান্য কিছুও দেই তাহলে কোননা কোনদিন একবার হলেও খবর নেই যা দিলাম তার বেবহার সঠিক ভাবে হচ্ছে কিনা?
আর তিনিত অমূল্য কিছু রেখে গেলেন আমাদের মাঝে। অবসসই তিনি আসবেন ফিরে।
অন্তত একবারের জন্য হলেও আসবেন ফিরে হয়তো অন্য কোনও রূপে –
দেখবেন তার এই অমূল্য অবদানের ব্যবহার কেমন ভাবে করছি আমরা।
ঠিকই আসবেন তিনি। এসে দেখবেন তার এই অমূল্য সম্পদের যত্ন আমরা তার মত করেই করার চেষ্টায় আছি।
তাকে যে আসতেই হবে ……….. কারণ আমরা তাকে মনে প্রাণে ডাকছি …………..
রুষ্টম 77 বলেছেনঃ
আমরা পাচ ভাইবন, মেজ আপা তরমধ্যে সবচেয়েয়া বই কম পড়েন। হুমঅয়ন সার এর কথা উঠতেই উনি কেদে ফেললেন। বেশ অবাক হলাম। আসলে মনে যায়গা দখল করা অন্য বেপার। মুসলমানদের যেমন পূর্ণজনম নাই, তেমন ই কবর ও খাড়া করে দেবার ও উপায় নাই। কিন্তু যারা চান দুয়াকরুন, মিসির আলি কেন যা ইচ্ছা। যাইহোক মৃততর আগে উনি কী চেয়েয়াছেন উনি ভাল জানেন, উনি যা চীয়াছেন তাই যেন উনি পান।
আকাশ বলেছেনঃ
আমার মনে হয় – হিমু বা মিসির আলি, কাউকে আর ফিরে আসতে হবে কেননা যদি তারা আবার ফিরে আসেন তবে আর আমরা তাদের যোগ্য মর্যাদা দিতে পারবোনা। এ কথা কেন বলছি- কারন আমরা কেউ বেঁচে থাকতে তাদের মর্যাদা দেইনা মরে গেলে একটা শোকসভা, কয়েকটা স্তুতি বাক্য ব্যাস । কিন্তু তিনি আমাদের জন্য যা রেখে গেলেন তার মূল্যায়ন কোথাই? আমার আক্ষেপ এখানেই তাই আমি মনে-প্রানে চাই তিনি যেন আর হিমু বা মিসির আলি হয়ে এই বাংলায় না আসেন।
তার ইচ্ছা ছিল চাঁদনী পসর রাতে অন্তর্ধান হতে কিন্তু হয়েছে তার বিপরীত, তারও কারন আছে-যদি তাই হতো তবে আর তার চাওয়ার কিছু থাকত না , আর এখন আছে। তিনি আসবেনই আসবেন তার এই ইচ্ছা পূরণার্থে । তখন যেন আমরা তাকে তার যোগ্য মূল্যায়ন করি।
তিনি তার দেহ থেকে বের হয়েছেন আমাদের মাঝে বিলীন হতে আর হয়েছেন ও তাই। কয়জন আমরা তার সংস্পর্শ পেয়েছি, জারা পেয়েছেন তারা ধন্য আর জারা পাননি তারাও পাবেন তার কর্মে এ নিয়ে আক্ষেপ করার কিছু নাই তিনি তো আছেন । একবার ভাবে বলুন তো তিনি আপনার মাঝে নাই! তাই আমি কোন আক্ষেপ করি না শুধু বলি –
“তুমি কি খেলা খেলিলে আমার সনে
তোমায় আমি রেখেছি এই আমার মনে।
হিমু, মিসির আলি, শঙ্খনীল কারাগার আর নন্দিত নরকে।”
আকাশ (২২.০৭.২০১২)