আকুল আবেদন

জাফর ইদ্রিস
Published : 1 Nov 2011, 02:19 AM
Updated : 1 Nov 2011, 02:19 AM

মাননীয় নেত্রী দ্বয়
বাংলাদেশ আওয়ামী লীগ

বি এন পি
বাংলাদেশ,এশিয়া।

বিষয়: পরবর্তী ক্ষমতায়নে নতুন প্রজন্ম প্রসঙ্গে।

জনাব দ্বয়,

বিনীত নিবেদন এই যে, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া মারফত জানলাম আমাদের এক নেত্রী চাচ্ছেন পরবর্তী রাষ্ট্রিয় ক্ষমতা তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে আবার বর্তমান ক্ষমতাসীন নেত্রী ২০০৮ সালে বিজয়ের পর পুরাতন নেত্রীত্ব বাদ দিয়ে নতুন নেত্রীত্বকে গ্রহন করেছেন। আমরা দুই নেত্রীর মধ্যে শত অমিলের মাঝেও এই মিলটি খুঁজে পেয়ে আশান্বিত হলাম। এখন নেত্রী দ্বয়ের কাছে আমার আকুল আবেদন সত্যি যদি আপনারা নতুন নেত্রীত্বে বিশ্বাস করেন তবে অন্তত এক টার্ম আপনাদের দুই পরিবার সংসদ নির্বাচনে অংশ গ্রহন থেকে বিরত থাকুন। দলের নেত্রীত্ব আপনাদের হাতে রাখুন কিন্তু আপনারা বা আপনাদের দুই পরিবারের কেহ অন্ততঃ এক টার্ম নির্বাচনে বা রাষ্ট্র পরিচালনায় অংশ গ্রহন করবেন না এই ওয়াদা টুকু জাতির কাছে করুন এবং এক টার্মের পরে আপনারা আবার অংশ গ্রহন করুন। আর একটা কথা জাতির পক্ষ থেকে বলছি, আপনাদের দুই পরিবারকে ইংল্যান্ডের রাজ পরিবারের মত সমস্ত পারিবারিক ব্যয়ভার জাতি বহন করবে কারণ স্বাধীনতার পিছনে আপনাদের দুই পরিবারের অনেক অবদান ও ত্যাগ আছে।
অতএব, পাঠকদের কাছে আমার আকুল আবেদন আমার এই খোলা আবেদনটি দুই নেত্রী তথা ষোল কোটি মানুষের কাছে পৌছে দিয়ে বাধিত করবেন।
ধন্যবাদান্তে
জাফর ইদ্রিস
বরগুনা