বিধ্বংসী সিডর

জাফর ইদ্রিস
Published : 15 Nov 2011, 01:08 PM
Updated : 15 Nov 2011, 01:08 PM

আজ ১৫ নভেম্বর ভয়াল বিধ্বংসী সিডরের রাত। পাহাড় সমান ঢেউ এসে আমাদের বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে যায়। কিছু বুঝে উঠতে না উঠতে হঠাৎ করে লোনা জল এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায় দুর গাঁয়ে।

পাহাড় সম ঢেউ এসে
ভাঙ্গছে যখন ঘর
জীবন নিয়ে ছুটছি সবে
ভেসে ঢেউয়ের পর।
বাঁচবো বলে ছুটছি সবে
বুকের ধন ধরি,
বসত বাড়ি পশু পাখি
সবই তুচ্ছ করি।
বাঁশ বাগানে ঘুমিয়েছিল
জনম দুঃখি মা
মায়ের কথা ঘোর বিপাকে
মনেই ছিল না।
অবশেষে বেঁচে গেলাম
সাতরে মরণ পর
খানিক পরে থেমে গেল
বিধ্বংসী সিডর।
আমরা যারা বেঁচে আছি
হারাই বসত ঘর
বাণের জল ভেঙ্গে নিলো
মা মনির কবর।