পদ্মা সেতুর নামকরণ: একটি প্রস্তাবনা

জাকির হোসেইন
Published : 2 March 2017, 08:02 PM
Updated : 2 March 2017, 08:02 PM

কোন প্রেক্ষাপটে পদ্মা সেতু 'একান্তই আমাদের' তা বাংলাদেশের প্রতিটি মানুষের জানা। আর এ জানা ইতিহাসের সফল নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অদম্য মনোবল আর ইস্পাত-কঠিন দৃঢ়তা পদ্মা সেতুর ভিত রচনা করেছিল।

বায়বীয় অভিযোগে বিশ্বব্যাংক যখন তার অর্থায়ন প্রত্যাহার করল, দেশের প্রতিটি চায়ের কাপে সমালোচনার বিষ-বাষ্প ঘনীভূত হয়ে ফিরছিল তখন প্রধানমন্ত্রী সবাইকে তাক লাগিয়ে ঘোষণা দিলেন- নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে।

ডিজাইনারদের ব্লু প্রিন্টের সেতু এখন প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের গর্ব। প্রধানমন্ত্রীর অহংকার। বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাঙ্গালি জাতির যে দৃঢ়তা বিশ্বের সামনে তুলে ধরেছেন তা অতুলনীয়। অন্য জাতির জন্য তা অনুকরণীয় বটে। পদ্মা সেতু নির্মানে প্রধান মন্ত্রীর অসামান্য ভূমিকা অম্লান রাখতে আমি এর একটি নাম প্রস্তাব করছি। এবং তা হল, "শেখ হাসিনা পদ্মা সেতু" অথবা "শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু।"

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।