রাজধানিতে রুট-পারমিট ছাড়া বিভিন্ন রুটে যানবাহনের চলাচল

আসাদুজ্জামান
Published : 12 Dec 2012, 10:26 AM
Updated : 12 Dec 2012, 10:26 AM

বর্তমানে আমরা যদি একটু লক্ষ করি তাহলে দেখা যায় বিভিন্ন রুটে সঠিক পারমিট ছাড়া বহালতবিয়তে পরিবহন ব্যবসায়ীরা ব্যাবসা করে যাচ্ছে শুধু তাই নয়,পরিবহন মালিকরা তাদের কর ফাঁকি দিচ্ছে ,আর জনগন ও প্রশাসনের চোখে ধুলা দিচ্ছে নকল কাগজ গাড়িতে রেখে।কয় একদিন আগে আব্দুল্লাপুর হইতে মাওয়া রুটে চলাচল করে একটি পরিবহন যার নাম প্রচেষ্টা পরিবহন,এই পরিবহনের খোঁজ খবর নিয়ে দেখা যায় যে এদের সঠিক রুট পারমিট নাই গায়ের জোরে সরকারি জায়গাসহ ফুটপাত দখল করে বেআইনি ভাবে উত্তরার হাউস-বিল্ডিং নামক স্থানে ব্যাবসা করে আসছে ,আমরা এই বিষয়ে তাদের একজন কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি জানায় ওই স্থানে তাদের ডিপো বসানোর কোন অনুমতি নাই তবে উত্তরার একজন সার্জেন্ট সাহেবের মাধ্যমে তারা ওই স্থান থেকে ব্যাবসা পরিচালনা করে আসছে, অতপর আমরা যাই উত্তরা জোনের টিআই জনাব মোঃ কিবরিয়া সাহেবের কাছে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অতি কষ্টের সহিত জানান যে এই বিষয়ে কোন ব্যাবস্থা গ্রহন করলে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের চাপ আসে।