কাঠ ফাটা রোদে জীবন সংগ্রামী মানুষের ছুটে চলা

আসাদুজ্জামান
Published : 19 May 2017, 01:41 AM
Updated : 19 May 2017, 01:41 AM

মানুষের চাহিদাকে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন- মৌলিক ও জৈবিক। এরমধ্যে জৈবিক চাহিদা ছাড়া মানুষ বাঁচতে পারে কিন্তু মৌলিক চাহিদা যেমন অন্য, বস্ত্র, বাসস্থান এগুলি ছাড়া মানুষ বাঁচতে পারে না। অর্থ ছাড়া কোন চাহিদাই পূরণ হয় না, তাই মানুষ চাহিদা পূরণে অর্থ উপার্জনের জন্য প্রতিদিনই জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। ঠিক তেমন এই ছবির আচার বিক্রেতা। কাঠ ফাটা রোদে ঘুরে ঘুরে আচার বিক্রি করে নিজের পরিবারে মুখে খাবার তুলে দিচ্ছে। অপর দিকে ট্রেনের জানালা থেকে হাত বের করে অর্জিত অর্থ দিয়ে আচার কিনে খাচ্ছে।