আসাদুজ্জামান
Published : 5 Jan 2018, 06:23 PM
Updated : 5 Jan 2018, 06:23 PM

"জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবেনা"। রাজধানীর উত্তরাস্থ আজমপুর বাসষ্টান্ড সংলগ্ন ৪নং সেক্টর ঈসাখাঁ এভিনিউ'র রাস্তা পারাপারের সময় আকস্মিকভাবে চোখে পড়ল এক টগবগে যুবকের ফুলের চারা বিক্রির দৃশ্য।

যান্ত্রিক এ নগরীতে রাস্তার পাশে রংবেরঙের ফুলের দেখা মেলা খুবই দুষ্কর। আমার দৃষ্টিতে ফুলসহ চারা গাছ গুলো দেখতে ছিল বেশ দৃষ্টিনন্দন। আর তাই চমৎকার এ দৃশ্য বন্দী করে নিলাম হাতে থাকা ক্যামেরার ফ্রেমে। সময়টা ছিল বেলা ২টা ৩০মিনিট"।

ছবি- আসাদুজ্জামান লিটন