কোন দিকে দৃষ্টি ফেরাতে চাইছেন মাহফুজুর রহমান?

জামান বাবু
Published : 5 June 2012, 06:48 AM
Updated : 5 June 2012, 06:48 AM

গত ৩০ মে লন্ডনে সংবাদ সম্মেলন করলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রাহমান। সম্মেলনের মূল বিষয় কি ছিল বোঝা গেলনা। বিভিন্ন টিভি চ্যানেল দেখা গেল তিনি সাগর-রুনি হত্যার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন নিহত এই সাংবাদিক দম্পতির বাসায় নিয়মিত মদের আসর বসত। সাগর-রুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ এর উদ্ধৃতি দিয়ে বলেছেন প্রথমে সাগরের হাতে রুনি নিহত হন তারপর দুইজন গুণ্ডা হত্যা করে সাগরকে। প্রশ্ন হল মদের আসরের তথ্য দিয়ে তিনি কি প্রমান করতে চাইছেন। নিহত এই দম্পতির বিরুদ্ধে চরম অবমাননাকর তথ্য দিয়ে এবং এর সাথে তাদের খুন হওয়ার সম্পৃক্ততা দেখাতে গিয়ে তিনি কোন সত্য আড়াল করতে চাইছেন ? উল্লেখ্য, এই সাংবাদিক দম্পতির মর্মান্তিক হত্যাকাণ্ডের পর মিডিয়া কর্মী সহ সর্বস্তরের মানুষের মধ্যে যে পরিমান শোক আর প্রতিবাদের বহিঃপ্রকাশ দেখা গেছে, রুনি এটিএন বাংলার একজন সংবাদকর্মী হলেও জনাব মাহফুজুর রহমান কে এ ব্যাপারে ততটা সোচ্চার মনে হয়নি কখনো। তাইতো আজ দাবী উঠছে তাকে জিজ্ঞাসাবাদ করানোর।