বিচার মানি, কিন্তু তালগাছ আমার

কামরুজজামান
Published : 5 July 2011, 04:26 PM
Updated : 5 July 2011, 04:26 PM

ব্লগ ওপেন করতেই একটা লিখা চোখে পড়ল ,লেখায় উনি ততটা পাকা নয় .কিন্তু অবাক হলাম উনি বাকি লেখকদের যা ইচ্ছে তাই বলে গেলেন । আমার মতে ব্লগ হলো একটি বড় আয়না,যেখানে অনেক গুলো মানুষের চেহারা একসাথে দেখা যায় । এবং আসল চেহারাটাই ফুটে উঠে । এটাও ঠিক নানান মতের লোক ব্লগে আসে ,কেউ জেনে এবং বুজে লিখে আবার কেউ না জেনে বুঝেও লিখে
কিন্তু কখনো আবার এমন ভাবে লিখে যে জবাব না দিয়ে পারিনা । কারণ বাঙালি মেজাজ ,অন্যায় দেখলেই রক্ত টগবগ করে । নিজেকে দরে রাখা যায় না । কেউ নিজেকে স্বঘোষিত বুদ্ধিজীবী উপাধি দিয়ে থাকেন ,কেউ আবার মুক্তিযুদ্ধকে একটি মহলের নিজস্ব সম্পদ মনে করেন । এবং যারা ঐ দলটিকে সমর্থন করেন না ,তাদের বলা হয় রাজাকার ,দেশদ্রোহী ,স্বাধীনতা বিরোধী । আমার প্রশ্ন সকলের
প্রতি আর কতদিন এসব দেখতে হবে আমদের ?আমরা কি বদলাতে পারবো না নিজেদেরকে? এক ব্লগার আপনার দলের বিরুদ্ধে কিছু লিখলো বলে তার উপর চড়াও হচ্ছেন ,একবার কি ভেবে দেখেছেন ,ঐ লোকটি কেন বিরোধিতা করল ? হয়ত বা তার বিরোধিতার কারণটা সঠিক ও হতে পারে । আসলে আমরা সবই জানি ,কিন্তু নিজের দল বলে কথা । আমার দল যাহা করিবে তাহাই সঠিক ,আর বাকি সব চুলোয় যাক । এভাবে চলতে থাকলে আমদের এই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে ,আসুন সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি সুখী সুন্দর ও সম্পদশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি ।
ধন্যবাদ সকল কে । । ।