এক প্রবাসীর আর্তনাদ

কামরুজজামান
Published : 29 June 2011, 06:09 PM
Updated : 29 June 2011, 06:09 PM

মাঝে মাঝে মনে হয় আমি কি? মানুষ ,নাকি টাকার মেশিন! আমার চাহিদা শুধু টাকা? আবার কখনো নিজেকে গর্বিত মনে করি, যখন শুনি প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকা সঞ্চালক। দীর্ঘ দিন বিদেশে থেকে যখন দেশে আসার সময় হয় আনন্দে বুকটা ভরে যায় । আর যখন বাংলাদেশ বিমান বন্দরে আসি তখন মনে হয়,এ কোন দেশে এলাম? নিয়ম নীতির কিছুই দেখা যায় না। কাস্টমস অফিসারদের দালালেরা নানান ভাবে যাত্রীদের হয়রানি করে । কাস্টমস এর জিনিস না থাকলেও আছে বলে চ্যালেঞ্জ করে। একটা শখের জিনিস নেয়া যায় না কাস্টমসের ভয়ে । নিজের দেশে নিজেদের জিম্মি মনে হয় । কেন এই অবহেলা? কি অপরাধ আমাদের? ভারত ,শ্রীলঙ্কা , ফিলিপাইন সহ অনেক দেশ প্রবাসীদের উপর সকল প্রকার ট্যাক্স পুরোপুরি উঠিয়ে দিয়েছে । বাংলাদেশ কেন পারবে না???????