বাইবেলের ঈশ্বরকে

জাহিদ সোহাগজাহিদ সোহাগ
Published : 16 August 2016, 02:22 PM
Updated : 16 August 2016, 02:22 PM


এক

আমার পায়ের পাতা ভিজে গেছে তোমার শিশিরে আর অমনি খুলে গেলো, যাকে বলে অপৌরুষেয়, তাতে প্রবেশ করে কার যৌনজীবন যেন এক শূন্য খাতা লিখে দিচ্ছো ইচ্ছেমতো বল্লমে আর আমার কণ্ঠায় বাজাও তোমার মেঘমল্লার

আমি তো পশুপালন আর নারীর গর্ভে কোনো ভেদ দেখেনি; সদাপ্রভু, বলো, সংখ্যাতীত এই বংশধর আমায় কি দিয়েছে মটরশুটির মতো নির্জনতা

বলি, আজ তুমি আমায় ফুঁ দিয়ে নেভাও, নেভাও; আর নারীর পাঁজরে বেঁধে দাও আমার সোনালি রূপালি

দুই

নিজের দীর্ঘ ছায়া ছাড়া আর কিছু নেই। পেছনে পশুপালন স্ত্রী আর দাসীদের যোনি তামার পয়সার মতো হারিয়ে গেছে

বহু জাতি আমাকে শূন্য করে নিরর্থক করে দু'হাতে তুলে দিয়েছে আমারই অস্থি, আজ তার সামনেই নতজানু; তুমি যে আমার নাম ধরে ডাকবে, হায়, সে নামও বহু নামে চাঁদজ্বলা হতাশায় কাঁপছে

আমি অপেক্ষা করছি তোমাকে তোমরই রিপুর ভেতর ছুঁড়ে দিতে; কাদামাটি ছেনে যে খেলায় ক্লান্ত তুমি দিয়েছো রাশিরাশি স্বপ্নাদেশ, তাকে ফিরে পেতে; তুমি দাও আবার আমাকে ব্যাটারি-চালিত ইচ্ছার সক্রিয়তা, গমের বীজ ও মানুষের সম্ভাব্য কলরব

অথবা এসো আমরা শুরু করি উল্টো খেলা: তুমি হও কাদামাটি, নিজের রূপে তোমাকে ছেনে, নিক্ষেপ করি দুর্ভিক্ষ যুদ্ধ ও অবিশ্বাসে; তুমি এসে তোমার অস্তমিত সূর্যের সামনে দাঁড়িয়ে ঘোষণা করো অর্থহীনতা

তিন

যখনি ভাবি আমার বিশ্বাসে জুড়ে দিয়েছো অব্রাহামের রথ তখন আমার পা আঁকড়ে ধরে ধু ধু পথের নিরর্থকতা; সামান্য পিতৃত্বই যে স্বীকার করে না, তাকে কেন গণ্য করো বর্তিকা বাহক, দ্যাখো ফুটন্ত তেলে টপটপ করে পড়ছে আমার বীর্য

আমি নতজানু আমার সংশয়ের কাছে; আমি নিজেই নিজের ক্রীড়ণক; তবু আমি ডুবে আছি রাষ্ট্র জাতীয়তা ও কদর্যে

অগ্নিশিখা নিভে এলে আমার চারপাশে জাল ফেলে বৃষ্টি

আমি যে বাঁচবো তোমার বেণীতে দু'টো রক্তজবা দেখে আর স্তবে গড়িয়ে দেবে উন্মাতাল নাভী, হায় অসহ্য অসহ্য…