নদীকে আজ অবহেলা করা হচ্ছে

নাজমুল হক জেনিথ.
Published : 9 July 2012, 04:52 AM
Updated : 9 July 2012, 04:52 AM

ঢাকা শহর এমন শহরে পরিণত হয়েছে যেখানে সিস্টেম অনুসারে ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। ঢাকা আজ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। নদীকে কেন্দ্র করে নগর গড়ে উঠলেও আজ সেই নদীকে অবহেলা করা হচ্ছে। বুড়িগঙ্গাকে পরিকল্পনার আওতায় আনা হচ্ছে না। গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের উদ্দ্যেগে জহির রায়হান অডিটরিয়াম সেমিনার কক্ষে 'নগর ভাবনা' বিষয়ক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন এ কথা বলেন। তিনি আরো বলেন, শহর তখই শহর হয়ে উঠবে যখন সেখানে সকল প্রকার নাগরিক সুবিধা ও সাংস্কৃতিক পরিমন্ডল থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রো- ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের গঠিত 'নগর ভাবনা' ফোরামের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার, অধ্যাপক ফারজানা ইসলাম, শিক্ষক রেজওয়ানা করিম সিগ্ধা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক একেএম আবুল কালাম উপস্থিত ছিলেন।