তাজহাট জমিদার বাড়ি

নাজমুল হক জেনিথ.
Published : 8 July 2012, 07:41 PM
Updated : 8 July 2012, 07:41 PM

তাজহাট জমিদার বাড়ি, রংপুর প্রতিষ্ঠা করেন মান্নালাল রায়,এদেশে আসেন পাঞ্জাব থেকে। বসবাস শুরু করেন তৎকালীন রংপুরের জেলা সদর মহীগঞ্জ এ। পেশায় স্বর্নকার ছিলেন তিনি। স্বর্নখচিত তাজ বা টুপি নির্মানের কারনে এ অঞ্চলের নাম হয় তাজ হাট। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত তাজ হাট রাজবাড়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়।