জাবিতে জাতীয় শিক্ষানীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হক জেনিথ.
Published : 8 Jan 2013, 06:23 PM
Updated : 8 Jan 2013, 06:23 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত শিক্ষানীতি বিষয়ক জাতীয় কর্মশালা গতকাল মঙ্গলবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় অর্ধদিবসব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন। তিনি বলেন বাস্তবায়ন কমিটির দুর্বলতার কারনে শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা। সুদীর্ঘ চল্লিশ বছর পরে আমরা একটি গ্রহনযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করেছি। বর্তমান প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠিকে এ শিক্ষানীতির আওতায় আনাই হল এর মূল কাজ। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে প্রথমে সমাজ ও রাজনীতির গুনগত পরিবর্তন আনতে হবে। উন্নত দেশগুলোতে শিক্ষাখাতে মোট জিডিপি'র ২০ শতাংশ বরাদ্দ দেয়া হলেও আমাদের শিক্ষাখাতে পরিমান মাত্র ২.৫ শতাংশ বলে জানান তিনি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার। এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ প্রজেক্টের আওতায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চারজন শিক্ষক শিক্ষনীতিকে কেন্দ্র করে গবেষণা করেন। গবেষনা শুরু হয় গত বছরের জুনে। গবেষণার ফলাফল নিয়েই আয়োজিত হয় এই কর্মশালা। গবেষণায় মূলত দেখান হয়েছে শিক্ষা বিষয়ক গণনীতি ও কর্মসূচীর প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যগণ, নাগরিক সমাজ ও সংশিষ্ট অন্যান্য পক্ষসমূহ কীভাবে পরস্পরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে কার্যকর অংশগ্রহণ ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে পারে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। কর্মশালায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ছিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন, সায়েমা খাতুন এবং মুজীবুল আনাম সম্পাদিত শিক্ষানীতি পর্যালোচনা সম্পর্কিত এক গবেষণা প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. কে এম মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক
এস এম নুরুল আলম।

####