ফুলের গন্ধে ভরে উঠবে

জিয়া হক (জিয়াউল হক)
Published : 31 Oct 2011, 09:12 PM
Updated : 31 Oct 2011, 09:12 PM

ফুল নিজের জন্য ফোটে না। ফুল তার সৌন্দর্য বিলিয়ে দেয় অপরকে। সাজিয়ে তোলে অপরের স্বপ্নীল জীবন। ফুল না হলে স্বার্থক হয় না বিবাহ, জন্মদিন, পূজা-পার্বণ কিংবা কোন আনন্দ আয়োজন। আর এ ফুলের চাহিদা মেটায় ঢাকার শাহবাগের ফুলের দোকানগুলো। গোলাপ, রজনীগন্ধা, অর্কিডসহ দেশী বিদেশী প্রায় ৪০ রকমের ফুল এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। কাকভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচা কেনা। শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে বিক্রি একটু কম হলেও মোটামুটি সন্তোষজনক বললেন ফুল ব্যবসায়ীরা। শাহবাগের ফুলের বাজার ঘুরে জানা গেল তাদের সমস্যা ও সম্ভাবনার কথা। ব্যবসায়ী আসাদ জানালেন, সরকারী একটু সহযোগীতা পেলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ফুলের গন্ধে ভরে উঠবে সব আনন্দ আয়োজন।