তবে এতক্ষণে ঘেমেও গেছি

জিয়া হক (জিয়াউল হক)
Published : 11 Nov 2011, 09:44 AM
Updated : 11 Nov 2011, 09:44 AM

ঈদ। ছুটি। বাড়ি। তিনটা শব্দ। তিনটা ইতিহাস। তিনটা নিউজ। বাড়ি যাব। ছুটি কাটাব। এমনটাই হয়। ঈদের আগের দিন। ঠিক আগের দিন। বাড়ি যাব। গেলামও। কিন্তু ইতিহাস? তা আবার কী? রাস্তার ইতিহাস। যাতায়াতের ইতিহাস। যেমনটা হয়। তার ব্যতিক্রম? না। তা নয়তো। ভাড়া বিরম্বনা। এটা ভাবার নয়। সবার জানা। সবাই ভূক্তভোগী। তবে তারপরও। ২০ টাকার ভাড়া। বেড়ে হলো ৮০ টাকা। আমার মাথায় বাড়ি। ৪০ বা ৬০ হতে পারে। ৮০ তো হতে পারে না। হল ৮০। আমি নেমে বললাম আসি। কন্ট্রাকটার বলল ভাড়া। আমি বললাম ৮০। ওর তো মাথা গরম। স্যার ফাজলামি? আমি অবশ্য জেনে গেছে। ভাড়া বেড়েছে। ২০ টাকার ভাড়া ৮০ হয়েছে। ও (কন্ট্রাকটার) সেটা ভাবেনি। বোঝেনি। তেলে বেগুনে জ্বলে উঠল। আমি হাসি। ও আরো আগুন। আমি বললাম আশি? ও বুঝল না। রাগ করল। বিরবির করে কী যেন বলছে। বলেই যাচ্ছে। আমি ভাড়া দিলাম। হাসলাম। চলে আসলাম। আর? ভাবলাম। কী আবার? ২০ টাকার ভাড়া ৮০ টাকা! তাও হয়? আর কন্ট্রাকটার? রেগে আগুন। এই অবিচার আর কত? এমনও নজির আছে ১০গুণ ভাড়া বেড়েছে। ভাগ্যিস আমার ৪গুণ বেড়েছে। ১০গুণ বাড়েনি। কপালে হাত দিলাম। বাঁচলাম। তবে এতক্ষণে ঘেমেও গেছি।