সাংবাদিক ভাইরা দয়া করে মুখ খুলুন

জিয়া রায়হান
Published : 14 May 2012, 06:42 AM
Updated : 14 May 2012, 06:42 AM

সাংবাদিক ভাইরা দয়া করে মুখ খুলুন। মুখে কুলুপ দিয়ে বসে আছেন কেনো? যে দেশে খোদ পুলিশ ভয় পায় সাংবাদিককে, যে দেশের থানা থেকে ওসি সাহেব রাত ১টার পর খাম পাঠান ক্রাইম রিপোর্টারের কাছে। সে দেশের সাংবাদিকরা জানেন না তাদের সহকর্মী সাগর-রুনির হত্যাকারী কে?? এটা পাগলে বিশ্বাস করলে করতে পারে আমি করি না। আর কিছু অতি সংবেদনশীল ব্লগার আছেন যারা কিছু না বুঝেই মিডিয়া কভারেজের জন্য চাল ডালের দাম কমানোর আন্দোলন না করে রাস্তায় গান গাইছেন আর আলপনা আঁকছেন( ব্লগারদের ঘাড়ে এখন কর্পোরেট পেত্নী চেপে বসেছে)। সাংবাদিক ভাইরা, আপনারা ইচ্ছে করলে একদিনেই সরকারকে বাধ্য করতে পারেন। আপনারা ইলেক্ট্রনিক মিডিয়ায় নাচ গান আর ভণ্ড নেতাদের চান্দ বদন খানি না দেখিয়ে কলো পতাকা ঝুলিয়ে দিন একসাথে সব টিভি স্ক্রিনে। প্রিন্ট মিডিয়া, আপনারা সাদা কাগজ ছাপুন প্রতিদিন। এতে করে ছাপার খরচ বাঁচবে আর সেই সাথে কঠোর কঠিন প্রতিবাদ জানানো হবে। আমিও যে কোন হত্যার প্রতিবাদ জানাই, শাস্তি চাই হত্যাকারীর। হয় যদি তা সাগর রুনির হত্যা, হয় যদি তা তিস্তা হত্যা, ফসলের মাঠ হত্যার দায়ে আমি খরার মৃত্যুদণ্ড চাই। বাগানে ফুল ফোটাতে না পারার দায়ে আমি মালির বিচার চাই। সাংবাদিক ভাইরা, সত্য প্রকাশ করুন , সাহসী হোন। আমরা আম জনতা প্রতিদিন সকালে আপনাদের একটি সাহসী কথা শোনার জন্য ঘুম থেকে জাগি।