বাড়ি মালিকদের বেআইনি কাজকারবার

জিললুর
Published : 15 March 2012, 11:38 AM
Updated : 15 March 2012, 11:38 AM

ঢাকা নয় সারা দেশে বাড়ি মালিকদের ধারা ভাড়াটিয়া রা কোনো না কোনো ভাবে জিম্মি হয়ে আছেন , কোনো কারন ছাড়া বাসা ছাড়তে বলা বা ভাডা বাড়ানো যেন একটা নিয়ম, এই ব্যাপারে কারো কোনো খেয়াল নেই।

আমার বাড়ি মালিক এই নোটিসে টাকার জন্যে আমাকে বাসা ছাড়তে বলল। আমি CAB কে হাজার বার জানিয়েও কিছুই হয়নি কিন্তু আমি এই টাকা দিলে একটা অন্যায় কি প্রশ্রয় পাবে না? তাই আমি বাস ছেড়েছি কারণ কাউকে আমার সহায়তাকারী হাত হিসাবে পেলাম না। যারা আমাকে এই কাজ এর বিপক্ষে কথা বলতে বললেন তারাই এখন বলেন যে উনার তো কোনও প্রবলেম নেই। আমাদের সমাজে এই ভাবে অন্যায় গুলো প্রশ্রয় পায়। আইন এর ব্যবহার করার জন্য ২/১ জনকে একমত হতে হয় তাই যখন হল না তাই আমি বাসা ছেড়ে চলে যাবার কথা ভাবছি। আমার বাড়িওয়ালা আমাকে খুব ফোর্স করছে, টাকা নেবার জন্য বা বাসা ছাড়ানোর জন্য। কারণ তার মনে হচ্ছে আমি চলে গেলে সবাই দিবে, আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিল, যেমন বসুন্ধরাকে দিয়ে ফোনে বলল এটা দিতে। কিছু লোক ফোনে বলল ঝামেলায় গেলে আমার খারাপ হবে। নিউজ মাধ্যমগুলোকে জানালাম। তারাও বসুন্ধরা এর ব্যাপারে এ কোনও নিউজ করবেনা।