যার হাত ধরেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ

জিললুর
Published : 18 March 2012, 10:19 AM
Updated : 18 March 2012, 10:19 AM

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ এর নাম এ একটা দেশ এশিয়া তে হতো কিনা তা নিয়ে আমার 100% সংশয় থাকবে আজীবন, বঙ্গবন্ধুর জন্ম দিন এ খুব মনে পড়ল আমার নানা মরহুম আলতাফ মিয়াহ কে যিনি জীবনের শেষ দিনটি তে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামীন কে বলতেন যেন মুজিবের মেয়ে এই দেশের প্রধানমন্ত্রী হন , আরেকজন মানুষ কে মনে পড়লো যিনি নিজের জীবনের এক এক করে জমানো টাকায় বঙ্গবন্ধুর কন্যার জন্য এক খণ্ড জমি কিনে ছিলেন, তিনি হলেন ঘোপরগায়ের হাসমত , যিনি নিজে মানুষের কাজ করতেন অথবা রিকশা চালতেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে কার্যত তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। আমি এই লোককে জীবিত দেখি নাই , কী করে দেখি আমার জন্মের আগে ই ওনাকে মেরে ফেলেন খুনী রাজাকার আলবদরদের সংগীরা , যদি বেছে থাকতেন তবে আমার বিশ্বাস আমার নানা আমাকে ওনার কাছে নিয়ে যেতেন, নানা ছোট বেলায় আমাকে স্লোগান শিখিয়েছিলেন- জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, যা এখনো ধরে আছি হৃদয়ে জীবন্ত হয়ে থাকবে …।