আজ আমাদের প্রিয় নুরুন্নাহার শিরীন আপুর জন্মদিন!!!

জিনিয়া
Published : 31 Jan 2013, 07:00 AM
Updated : 31 Jan 2013, 07:00 AM

বিডি ব্লগের অতি প্রিয় মুখ ও স্বনামধন্য কবি- ব্লগার আমাদের শিরীন আপুনির আজ জন্মদিন।

নুরুন্নাহার শিরীন আপু বিডি ব্লগে যোগদান করেন ১৩ এপ্রিল ২০১১ তে। সেই থেকে আজ অব্দি তিনি আমাদের এই ব্লগে পোস্ট করেছেন ১৮২টি এবং মন্তব্য করেছেন ২,২৫৩টি। এছাড়াও তাঁর অনেক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে আজও জলছবি পড়ি, স্বনির্বাচিত কাব্য-সংকলন, কবি ও ছাড়াকার অনিল সরকার, নির্বাচিত দেশজ কবিতা, একুশে ছড়া ও কবিতা, জনমনোকাল কাহিনী, বাতাসের জন্য এলিজি, স্বনির্বাচিত একুশে ছড়া ও কবিতা এবং বাংলাদেশের বাজনা অন্যতম।

জন্মদিনে আপুর লেখা একটি কবিতা দিয়ে তাঁকে আজ শুভেচ্ছা জানাচ্ছি।

মৃত্যঞ্জয়ী বাংলা

(নুরুন্নাহার শিরীন-এর দেশজ কবিতা)

এই ভালোমন্দের জগত ঘুরে দেখেছি অনেক।
আর সাধ নেই তাই ইচ্ছের বিরুদ্ধে যেতে।
আর সাধ নেই ভাঙা ডিঙি ছেড়ে যাই হেঁটে।
ভরা পূর্ণিমার দেশে অমা দেখেছি অনেক।
দেখেছি ঈর্ষায় নীল বন্ধুহীনতার কাল।
আকালের ধকধকে হাতে তথাপি বেঁধেছি খড়কুটোচাল।
আটচালা না থাক, কেবল পাতার ছাউনিতলে আসুক সকাল।
তারে ছুঁয়ে বলি – বাংলা আমার মা তাহার অধিক চাইনা ত্রিকাল।
বাংলা আমার তীব্রতম ঘোর।
বাংলায় উড়ি – বাংলায় পুড়ি রাত্রিভোর।
উড়েপুড়ে পাই একান্ত তৃষ্ণার ঘর।
পাই বাংলাগন্ধ – মাতৃওম – নতুন একটি ভোর আসে – রাঙা ভোর।

১ জানুয়ারী ২০১৩

****আপু তুমি কোথায়? তোমাকে আমরা সবাই ভীষণ মিস করছি। শুভ জন্মদিন।