ব্লগ বর্ষপূর্তি: চলুন নিজেদের সেরা নিজেরাই নির্বাচন করি!!!

জিনিয়া
Published : 1 Feb 2013, 09:16 AM
Updated : 1 Feb 2013, 09:16 AM

প্রিয় ব্লগার বন্ধুরা,

যে যেখানে আছো, বসে সিট বেল্ট বেধে নাও। আমাদের অতি প্রিয় বিডি ব্লগের আসছে ১১ ফেব্রুয়ারিতে দ্বিতীয় বর্ষপূর্তির ফুর্তিতে চল নিজেরাই নিজেদের সেরা নির্বাচন করি। ব্লগ যেহেতু আমাদের, আমরাই হলাম এই ব্লগের প্রাণ। কাজেই আমরাই ভোট দেব, আমরাই আমাদের সেরা নির্বাচন করব। কোনও তত্বাবধায়কের দরকার নাই এই নির্বাচনে। সুপারম্যানের প্যান্টের উপর আন্ডারওয়ার পড়ার মত এই ভোট হবে ওপেন..কোনও লুকাছাপা নাই। তবে একটা কথা, ভোট প্রদান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ সিট বেল্ট খুলবে না। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ব্লগিয় দুর্ঘটনা এড়ানোর জন্য এই সিট বেল্ট পন্থা।

যাই হোক,আমি আর প্যাঁচাল পারছি না। সরাসরি চলে যাচ্ছি ক্যাটাগরি ও মনোনয়ন তালিকায়। নির্বাচনে স্বচ্ছতার লক্ষ্যে এখানে বলে রাখছি যে, ক্যাটাগরি তৈরিতে এবং মনোনয়নে আমাকে সাহায্য করেছে ব্লগার সুকান্ত কুমার সাহা।বিশ্বাস না হলে দেখুন এই পোস্টে, "প্রতিক্রিয়াঃ বিডিনিউজ২৪ ব্লগের ২য় বর্ষপূর্তি নিয়ে কিছু কথা" তবে মনোনয়নের তালিকা হল শুধু একটা বাহানা মাত্র। এই পোস্টের মন্তব্যের ঘরে তোমাদের পছন্দের/অপছন্দের ব্লগারের নাম দিয়ে ভোট দিতে পারবে আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত। তবে একটা কথা বলে রাখা ভাল, এটা হল মূলত একটা ফান জরিপ। বর্ষপূর্তিকে মজার করতেই এই উদ্যোগ। এখানে মন খারাপ বা ক্যাচাল কেউ করবে না। ওককে?

উপস, আমার তো প্যাঁচাল বন্ধই হচ্ছে না..নাহ, আর কোনও কথা নয়। এবার মনোনয়ন তালিকা প্রকাশ করেই দিচ্ছি। এখানে বলে রাখা ভাল যে নম্বর গুলো কোনও পার্টিকিউলার অর্ডারে নয়, দিতে হয় তাই দিয়েছি। ১ নম্বর আর ১০ নম্বর এর সেইম ভ্যালু। ওকে রেডি?

১.বিডিব্লগ বর্ষপূর্তি সেরা ব্লগার' ২০১৩ –

১) জাহেদ-উর-রাহমান, ২) আব্দুল মোনেম ৩) পাগল মন ৪) নুরুন্নাহার শিরীন, ৫) রিতা রায় মিঠু, ৬) আইরিন সুলতানা, ৭)সুকান্ত কুমার সাহা ৮)প্রবীর বিধান ৯) আব্দুর রাজ্জাক ১০) যহরত

২.সেরা পোস্ট

১. সস্তা চালের ভাত খাওয়া, না কৃষকের রক্ত পান?- জাহেদ-উর-রহমান
২. সর্বোচ্চ মেধাবীদের কাস্টমস প্রীতি এবং দেশপ্রেম!!- পাগল মন
৩.জামায়াত নিষিদ্ধ হোক, ধ্বংস হোক- প্রবীর বিধান
৪. ফেসবুক আদৌ কি কোন সামাজিক ওয়েব সাইট?- মঞ্জুর মোর্শেদ
৫. 'বন্ধ্যাত্ব' নারী শ্রমিক নিয়োগের পূর্বশর্ত করা হোক!!- জামান বাবু
৬. কুইক রেন্টাল বিদ্যুৎ: দীর্ঘস্থায়ী অন্ধকারে বাংলাদেশ! – সৈকত ইকবাল
৭. হরিজনরা কি আজীবন হরিজনই থেকে যাবে! কখনো কি মানুষের মর্যাদা পাবে না!!!-বাক্সবন্দী বিবেক
৮. বিকাশের কারা মুক্তি ও দুর্ভাবনা/ নতুন প্রজন্মের বিজয় দিবসের অঙ্গীকার – প্রবাসী
৯. ধর্মের নামে ভিক্ষাবৃত্তি রোধে মসজিদ নির্মাণে সরকারী নীতিমালা থাকা উচিৎ-কাফি
১০. নাইটওয়াচম্যান নট আউট 50!!!- আসাদুজজেমান
১১. বাড়ীভাড়া :কথা বলাই পাপ- সুকান্ত কুমার সাহা
১২.পোশাক শিল্পের কর্ণধারদের চোখে সেলাই মেশিন আর সেলাই দিদিমণির মধ্যে কোন পার্থক্য নেই!-গালিব মেহেদী খান
১৩. কিস্তি ঋণের পঞ্চ বিষয়- বিন্দু বিসর্গ
১৪.বিদ্যুতের মিটার রিডারদের কেরামতি-তানভীর সাজেদিন নির্ঝর
১৫.অনৈক্যে ফিলিস্তিন নিষ্ঠুর ইসরায়েল- যহরত
১৬.দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নেতৃত্বের পরিবর্তন কি আসন্ন?-মেফতাউল ইসলাম
১৭.ক্যাম্পাসে ক্যাম্পাসে আত্মহত্যার মিছিল, পাপিয়ারা কি এভাবেই চলে যাবে?- জয়ন্ত সাহা
১৮.যৌনকর্মীর নিজস্ব শ্রেণী অবস্থান-মেহেদী১৯৫২
১৯.শহীদের রক্তে লেখা ফুলবাড়ি চুক্তির সাথে বেঈমানি- রাশেদুজ্জামান
২০.মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বজিৎ আপনাদের রাজনীতির বলি -আইরিন সুলতানা

৩. সেরা মন্তব্যদাতা –

১. নুরুন্নাহার শিরী্‌ন, ২.বাংগাল, ৩. মাহি জামান ৪.নীলকণ্ঠ জয় ৫. জহিরুল চৌধুরী
৬.এলডেরাডো

৪.সেরা উদীয়মান ব্লগার
১. নীলকণ্ঠ জয়, ২.কাফি, ৩.মিঠুন চাকমা, ৪.বাক্সবন্দী বিবেক, ৫.সত্য কথক ৬.মাহবুব
৭.মেফতাহুল ইসলাম ৮.তানভীর সাজেদিন নির্ঝর ৯ .রাশেদুজ্জামান ১0. ডাক্তার সুলতানা আলগিন, ১১ .মাধুরী শিকদার, ১২ .লিয়া সরকার ১৩.নীল নক্ষত্র ১৪.নূরুল ইসলাম ১৫.মাহি জামান ১৬.কাল বৈশাখী

৫.সেরা সুদর্শন ব্লগার (পুরুষ)
১.আসাদুজজেমান ২.নীলকন্ঠ জয়

৬.সেরা সুদর্শন ব্লগার (নারী)-

১.নুরুন্নাহার শিরীন, ২.রিতা রায় মিঠু

৭. সুন্দর নিক সেরা ব্লগার
১.সত্য কথক, ২.কালের কণ্ঠ,৩.বাসন্ত বিষুব ৪.বিন্দু বিসর্গ, ৫. নীল নক্ষত্র

৮. সেরা ভিডিও পোস্ট ব্লগার – ১.সুলতান মির্জা ২.এস দেওয়ান

৯ . সেরা অডিও পোস্ট ব্লগার – ১.আইরিন সুলতানা ২.মোর্শেদ নোমান

১০. সেরা ফটো পোস্ট ব্লগার – ১.মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, ২.মোত্তালিব দরবারী ৩.নীল নক্ষত্র ৪.গোলাম মোর্শেদ উজ্জ্বল ৫.নাছির মাহমুদ

১১ . মন্তব্যের প্রতিউত্তরকারি যুক্তিবাদী সেরা ব্লগার: ১.আব্দুল মোনেম, ২. প্রামাণিক জালাল উদ্দিন, ৩.মিঠুন চাকমা, ৪.আসাদুজজেমান

১৩. আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধহস্ত সেরা ব্লগার:১. যহরত ২. মেফতাহুল ইসলাম, ৩.জহিরুল চৌধুরী

১৪.নারী অধিকার বিষয়ক সেরা ব্লগার: ১.জুলফিকার জুবায়ের, ২.গালিব মেহেদী খান, ৩.লিয়া সরকার ৪.মাহবুব ৫.আইরিন সুলতানা

১৫.মধুর মন্তব্যকারী সেরা ব্লগার: ১. পাগল মন ২.প্রবাসী ৩.মজিবর

১৬. দেশজ বিষয়ে এবং বিশেষ দিবস ও ব্যক্তিত্বকে নিয়ে লেখা সেরা ব্লগার: নুরুন্নাহার শিরীন

১৭. রোমান্টিক সেরা ব্লগার: জুলফিকার জোবায়ের

১৮.যুদ্ধাপরাধীদের বিচারে সদা সোচ্চার ব্লগার: ১.আইরিন সুলতানা , ২.সুলতান মির্জা ৩.প্রবীর বিধান

১৯.মানবিক বিষয়ে অগ্রসরমান সেরা ব্লগার:১.নীলকন্ঠ জয় ২.সুলতান মির্জা,৩.নুরুন্নাহার শিরীন ৪.মজিবর ৫.সিনথিয়া ৬.জান মাহমুদ খান ৭.কৌশিক ৮.আইরিন সুলতানা ৯.বিন্দুবিসর্গ ১০.আব্দুল মোনেম

আব্দুল মোনেম ভাই সংযোজন

20.সেরা এখনোবধি হারিয়ে যাওয়া ব্লগার – জাহেদ-উর-রহমান, পাগল মন, উত্তর পুরুষ, জাগো বাহে জাগো, বাসন্ত বিষুব

২১. সেরা ফিরে আসা ব্লগার – নাহুয়াল মিথ, মির্জা আরিফুর রহমান, কালেরকণ্ঠ

২২.সেরা জিদ্দি ব্লগার – নাহুয়াল মিথ।

২৩.সেরা প্রফেশন-সংক্রান্ত ব্লগার –১. মোঃ আব্দুর রাজ্জাক, ২.রিং, ৩.সাগির হোসেইন খান, ৪.নূরুল ইসলাম

২৪.সেরা দার্শনিক ব্লগার – প্রামাণিক জালাল উদ্দিন

২৫.সেরা রসিয়ে ও সোজা কামড় দিতে উস্তাদ ব্লগার – আসাদুজজেমান

২৬.মন্তব্য করার ক্ষেত্রে কৃপণ ব্লগার – আব্দুল মোনেম, কৌশিক

২৭.সেরা সম্ভামনাময় প্রতিভাবান ব্লগার: সামছুল আলম, কামরুল হাসান জনি, এইচ এম মহসিন, পথহারা সৈকত, আহমেদ আল হুসাইন

বিশেষ সম্মাননা প্রদান সবাইকে (আসাদুজজেমানের সংযোজন): নুরুন্নাহার শিরীন, হৃদয়ে বাংলাদেশ, জহিরুল চৌধুরী

*****যতটুকু মনে এসেছি লিখেছি। আগেই বলেছি তোমরা সবাই যা খুশি যাকে খুশি এখানে ক্যাটাগরি ও মনোনয়ন যুক্ত করতে পার, আমি আপডেট করে দেব।

বর্ষপূর্তি সফল হোক। হ্যাভ ফান………..