শতবর্ষ পুরনো বাইবেল এর সন্ধান

জিনিয়া
Published : 26 May 2012, 03:05 PM
Updated : 26 May 2012, 03:05 PM

সম্প্রতি তুরস্ক কতৃপক্ষ পাচারকারীদের হাত থেকে শত বর্ষ পুরোনো পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল উদ্ধার করেছে। বিশেষজ্ঞদের মতে 5ম শতাব্দীতে পশুর চামড়াতে লেখা গ্রন্থটি যীশু খ্রীষ্টের কোনও অনুসারী লিখেছিলেন। ধর্মগ্রন্থে স্পষ্টতই লিখা আছে যে, জেসাস ক্রস বিধ্ব হয়ে মৃত্যবরণ করেন নাই । বরং তিনি শেষ নবী মুহাম্মদ (স) এর আগমন নিয়ে ভবিষ্যত বাণী করেছিলেন। আরও লিখা আছে যে আল্লাহ আদম এবং হওয়া (আ) কে বেহেস্ত থেকে দুনিয়াতে পাঠানোর পূর্ব মুহূর্তে আদম (আ) পিছু ফিরে তাকাতেই বেহেস্তর দরজার উপরে দেখতে পান লিখা আছে, " লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসুলিল্লাহ" ।

ভ্যাটিকান সিটি গ্রন্থটি দেখতে চেয়ে তুরস্কের জাদুঘরে নিকট অফিসিয়াল অনুরোধ প্রেরণ করেছে।

ছবি তথ্য সুত্র: ইয়াহূ সেভেন নিউজ, অস্ট্রেলিয়া।
http://au.news.yahoo.com/world/a/-/world/13779451/centuries-old-bible-means-christianitys-downfall/