প্রযুক্তির আশীর্বাদপুষ্ট বৃদ্ধের কথা

জুলকারনাইন
Published : 22 Feb 2012, 06:28 PM
Updated : 22 Feb 2012, 06:28 PM

যে গতিতে বর্তমান প্রজন্ম বুদ্ধি চর্চায় তথা জ্ঞান আহরণে এগিয়ে চলেছে তাতে করে আমরা যারা বৃদ্ধের খাতায় নাম লিখিয়েছি তারা বেশুমার পিছিয়ে যেতাম। ওদেরকে মোটেই বুঝতে পারতাম না, কারণ ওদের বর্তমান ভাবনাগুলো তো কোনও লাইব্রেরি তাত্ক্ষণিক ভাবে ধারন করতো না । ভাগ্যিস অনলাইন দুনিয়াটা আমাদের জন্যেও সেই রূপকথার ডানা ওয়ালা ঘোড়ার মত সামনে দাঁড়িয়ে আছে। ইচ্ছে হলেই তাতে চেপে ছোটদের রাজ্যে চলে যেতে পারি।