আহত এস আই এর জীবনাবসান

জুলকারনাইন
Published : 26 Feb 2012, 04:36 PM
Updated : 26 Feb 2012, 04:36 PM

বাসের ধাক্কায় আহত এস আই মারা যাওয়ার খবরে কষ্ট পেয়েছি, অবাক হইনি কারণ এখানে কেউ আমরা নিরাপদ না। সে যেই হই না কেন। রাস্তায় বের হওয়া মানেই প্রাণ হাতে নিয়ে বের হওয়া। ঘাতক রূপি বাস নামক যানটি যা কিনা আমাদেরকে বহন করে, চালকের নিদারুণ অবহেলায় আমদেরকেই চাপা দেয় অবলীলায়।আবার সেই চালকদেরকে বাঁচাতে একশ্রেণীর লোকদের অক্লান্ত প্রচেষ্টাই দ্বিতীয়বার আমাদেরকে মানসিকভাবে চাপা দেয় ঠেলে দেয় অন্ধকারের অতল গহবরে। আমরা ভুলে যাই ড্রাকুলা বা সেই ফ্রাংকেনস্টাইনের কথা যে তা স্রষ্টা কেও আক্রমণ করতে ছাড়েনি। নিরাপদ সড়ক চাওয়া যে কী পরিমাণ কাম্য হওয়া উচিত তা ভুক্তভোগী মাত্রই জানেন।