পাইরেসি রোধের ব্যর্থ চেষ্টা এবং লোক দেখানো অশনি সংকেত

জুলকারনাইন
Published : 27 Feb 2012, 05:25 PM
Updated : 27 Feb 2012, 05:25 PM

বই মেলার প্রথম থেকে কোথায় কোন শীতনিদ্রায় ছিলেন পাইরেসির বিরুদ্ধে অভিযান পরিচালনাকারীরা সেটা একটা ভাববার বিষয় বটে। হঠাৎ নিদ্রা ভঙ্গ হতেই আরমোড়া ভেঙে মেলার শেষ বিক্রির সময়টা হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে সবার দৃষ্টি আকর্ষণের প্রবল প্রচেষ্টা কিছুটা সার্থক বলেই প্রতীয়মান হয়। অন্তত পত্র পত্রিকার দুয়ারে করাঘাত তো সে কথার ই সাক্ষ্য দেয়। যদি সুদূর প্রসারী কোনও পদক্ষেপ না থাকে এসব ঝটিকা অভিযান কোনও শুভ দিনের সূচনা যে করবেনা সেটা নিশ্চিতভাবেই বলা যায়।