অপরিমেয় সম্পর্ক

জুলকারনাইন
Published : 29 Feb 2012, 05:32 PM
Updated : 29 Feb 2012, 05:32 PM

কী নাম দেবো সম্পর্কটার ভেবে পাচ্ছিনা। বয়সে আত্নজা সমান, মননে পরিণত, সে আমার সহযাত্রী। ভাল মানুষ বললে অত্তুক্তি হবেনা মোটেও, কেননা তার ভালমানুষি আমি টের পেয়ে গেছি। মানুষের বিপদে বিচলিত হতেও দেখেছি। আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেও দেখেছি। শক্ত একটা আবরণে নিজেকে ঢেকে রাখার চেষ্টা থাকা স্বত্তেও কোমল মনটা কখনো হঠাত্‍ বাইরে বেরিয়ে আসে।এসে ছুঁয়ে যায় পোড় খাওয়া অন্তর। কখনো হাস্যচ্ছল আচরণে বিমর্ষ ভেতরটা লুকাতে চাইলেও কেউ হয়তো ঠিকই ধরে ফেলে তার অন্তরের অস্থিরতা।তার মনে আমার কোনও অবস্থান নেই বলে ধরে নিয়ে বলতে চাই, অপরিমেয় সম্ভ্রম মিশ্রিত স্নেহ মণ্ডিত একটি জায়গা সে আমার মধ্যে নিজগুনেই কোরে নিয়েছে। আরো বলতে চাই এমন তরুণদের আমারদের দেশের দরকার আছে বৈকি, যারা নিজেদের সাংসারিক ব্যক্তিগত সকল দুরলংঘ বাঁধা ডিঙিয়ে দেশের এবং দশের জন্যে কিছু করতে চায়। তার ও তার মতো সদাচারী তরুণদের সর্বাংগিন সাফল্য কামনা করি।