এলপি গ্যাসের দাম লাগামহীন

জুলকারনাইন
Published : 5 March 2012, 04:13 PM
Updated : 5 March 2012, 04:13 PM

মাত্র কদিন আগে এক বোতল গ্যাস কিনলাম পনেরো শ' টাকায় আর আজ তা কিনতে হল সতেরো শ' টাকায়। কিছুদিন আগেও মূল্য বৃদ্ধির হার ছিলো পঞ্চাশ টাকা করে। কিন্তু এখন সেটা একলাফে দু শ' টাকায় উঠে গিয়েছে। এর প্রতিকার কী? জানা নেই! জানা নেই এর নিয়ন্ত্রণ কারী কে বা কারা। ভুক্তভুগী বলেই মনের কষ্টে (অর্থ কষ্টেও) বলছি, সরকার নতুন গ্যাস সংযোগ দেবেন না ভাল কথা (মোটেও ভাল কথা নয়, কথার কথা), তাই বলে উচিত মূল্যে মানুষ এল পি গ্যাস পাবে তাতো অন্তত দেখতে পারেন। যদি না পারেন তাহলে গালভরা বুলি আওড়াতে লজ্জা নিদেন পক্ষে পাওয়া উচিত।