নারী দিবস ও আমরা

জুলকারনাইন
Published : 8 March 2012, 05:19 PM
Updated : 8 March 2012, 05:19 PM

নারীকে আলাদা চোখে দেখাই তো ঠিক নয়। সে যে কদর্থেই হোক। মানুষ হিসেবে কেন যে আমরা আজও দেখতে পারলাম না সেটা বড়ই পরিতাপের বিষয়। যদিও লেখা লেখিতে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন সুন্দরী না বলে বলা হয় সুন্দর, মাননীয়া না বলে বলা হয় মাননীয় ইত্যাদি ।ভালো লক্ষণ এগুলো। কিন্তু শুধু লেখা এবং বলা নয়, আন্তরিক হতে হবে যথাযথ সম্মানের প্রতি।আলাদা প্রজাতির মতো কোনও এক অভিধায় ভূষিত করলেই, না নারীকে মহান করা যায়, না পুরুষদের মহত্ত প্রকাশ পায়।