জ্বালানী-বিদ্যুতের দাম পুনঃবৃদ্ধি ও চিরাচরিত ভর্তুকি

জুলকারনাইন
Published : 11 March 2012, 02:21 PM
Updated : 11 March 2012, 02:21 PM

বেড়েই চলেছে জ্বালানী-বিদ্যুতের দাম পালাক্রমে।তারপর ও ভর্তুকির কথা শুনতেই হয় যথারীতি।বাজেট ঘাটতি যেমন একটি চিরাচরিত প্রথা তেমনি জ্বালানী- বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরেও ভর্তুকির প্রশ্নাতীত অবস্থান চিরায়ত পর্যায়ে।আর কতো মূল্য বৃদ্ধি হোলে একথা শুনতে হবেনা জানা নেই।জানা নেই যারা মানুষের শত সহস্র সমস্যা দেখে কুম্ভীরাশ্রু বিসর্জন করেন তারা কবে মানুষের সহনশীলতার মাত্রা বুঝতে পারবেন। কবে তাদের মূল্য বৃদ্ধি নামক ভীতিকর শব্দাবলীর ঘন ঘন উচ্চারণ জন সাধারণ কে ক্লিষ্ট করে তুলবে না।বাংলার এক বিখ্যাত নবাব সম্পর্কে প্রচলিত একটি উক্তি এখানে উল্লেখ না করলেই নয়। তা হল " আমার রাজ্যে মানুষ কী একবেলাও ঘি-ভাত খেতে পায় না?"।