রোগী বনাম হাসপাতাল

জুলকারনাইন
Published : 14 March 2012, 06:16 PM
Updated : 14 March 2012, 06:16 PM

'ভুল চিকিৎসায় মৃত্যু ও মারধরের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে, "ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু এবং এর প্রতিবাদ করায় রোগীর স্বজনদের মারধরের অভিযোগে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে ধানমণ্ডি থানায়। অন্যদিকে হাসপাতালে ভাঙচুরের অভিযোগে ওই রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে ল্যাবএইড কর্তৃপক্ষ।"

এটা একেবারেই নতুন কোনও অভিযোগ নয়। প্রায়ই এরকম ঘটনা মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারি।এভাবে আর কতকাল অভিযোগ পাল্টা অভিযোগ চলবে-রোগী পক্ষ কে মারধর(রোগী মারা যাওয়ার জের ধরে) কিংবা হাসপাতাল ভাংচুর কোনটাই আমাদের জন্যে মঙ্গল জনক নয়।সকলেরই সহনশীল হওয়া প্রয়োজন। তা নাহলে পরবর্তী প্রজন্ম তো দূরে থাক, বর্তমান প্রজন্মই ভাবাবেগ তাড়িত হয়ে যা খুশি তাই করবে!হঠকারী আচরণকেই তারা সঠিক পদক্ষেপ বলে মনে করবে!