এমন করুণ মৃত্যু আর কতো দেখতে হবে?

জুলকারনাইন
Published : 15 March 2012, 05:06 PM
Updated : 15 March 2012, 05:06 PM

মুন্সিগঞ্জে লঞ্চ ডুবিতে শতাধিক যাত্রী নিহত হওয়ার পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের আত্মপক্ষ সমর্থন আমাদের ব্যবস্থাপনার দূরবস্থার সকরুণ চিত্র তুলে ধরে। অনান্য ক্ষেত্রে অনেক ভালো কর্মকাণ্ড, কৃতিত্ব ম্লান হয়ে যায় এমন সব কথা বার্তায়।বর্তমানে দেশে কতগুলো জাহাজ রয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, কোন মাপের কতগুলো জাহাজ রয়েছে তার পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই। কোনো সরকারই এগুলোর হিসাব রাখেনি। তিনি জানান, বর্তমান সরকার ২১ জন সার্ভেয়ার নিয়োগের প্রস্তুতি নিয়েছে। তারা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জাহাজের সংখ্যা নির্ধারণ করবে।ভালো কথা, শুনতে বেশ ভালই শোনায়।কিন্তু কিছুই যদি এ যাবত কেউ না করে থাকে তাহলে বিষয়টি কী দাঁড়ায়? স্থলভাগে নিরাপত্তার জন্যে যাদের চিতকারে কান ঝালাপালা নৌ পথে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার অবস্থা কেন? প্রকারান্তরে মানুষকে কী আমরা নিরাপদ রাখতে চরম ভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছি না?নৌ পথের যাত্রীদের এমন করুণ মৃত্যু আর কতো দেখতে হবে?