বৃষ্টি চৈত্রের দাবদাহের পর

জুলকারনাইন
Published : 17 March 2012, 05:05 PM
Updated : 17 March 2012, 05:05 PM

সারাদিন তীব্র সূর্য্য কিরণ চোখ ধাঁধানো ছিলো।দিনশেষে ঝড় বৃষ্টি সেই তপ্ত অবস্থা দূর করে দিলেও ঘন্টার পর ঘণ্টা বিদ্যুত্‍ বিহীন কাটছে অনেকেরই।বিদ্যুত্‍ অফিসে ফোন করে জানা গেলো যে,ট্রান্সফরমার ঝামেলা করছে।এখন আমি আই পি এস এর কল্যাণে এই লেখা লিখছি।অল্প ঝড় বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তাহলে বিদ্যুত্‍ উত্পাদনে রেকর্ড করেই কী হবে? ভোগান্তি তো আর কমবেনা সাধারণের।সংশ্লিষ্ট মহল বিষয়টি নিয়ে ভাববেন কী? শুধু ভাববেন না কার্যকর কিছু করুন!