স্বাধীনতা ও আমাদের বিতর্ক প্রতিযোগিতা

জুলকারনাইন
Published : 26 March 2012, 04:13 AM
Updated : 26 March 2012, 04:13 AM

স্বাধীনতা অর্জনের অনেক বছর পেরিয়ে এসেও ঘোষক বিতর্কের ও অনান্য অনেক বিতর্কের ঘানি আমরা টেনে বেড়াচ্ছি। তিরিশ লাখ শহীদের সংখ্যা নিয়েও অনেকে সন্দেহের অবতারণা করেছেন এবং করছেন।আশ্চর্য্য হতে হয় এই ভেবে যে, অনেকের কথায় মনে হয় এদেশ শুধু দুই পরিবারের অবদানে ধন্য, যদিও আমরা জানি স্বাধীনতা কারো একার অর্জন নয়।বহু মানুষের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের সবার প্রিয় এই মাতৃভূমির স্বাধিকার।দেশের দশের প্রয়োজনে সেদিন দলমত নির্বিশেষে সবাই(বিশ্বাস ঘাতকরা বাদে) মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন।যারা জীবন দিয়েছেন তারা তো বেঁচে গিয়েছেন একপ্রকার।শহীদ হয়ে চলে গিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে। জীবন্মৃত মুক্তিযোদ্ধাদের কথা আর কী বলবো।তারা অশ্রুজলে চির জাগরুক সেই দিন গুলোর কথা স্মরণ করে ভয়ার্ত মনে স্বপ্ন ভঙ্গের কান্না বুকে চেপে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত।আর আমরা যারা বর্তমান প্রজন্ম বেঁচে আছি শত বিতর্কের মধ্যে। ভাবা দরকার ভবিষ্যত প্রজন্মের জন্যে আমরা এই অনাবশ্যক বিতর্কের আবর্জনা ছাড়া আর কী রেখে যাচ্ছি যা তাদেরকে জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে ?