বিদ্যুতের মূল্য বৃদ্ধি উত্‍পাদন বৃদ্ধি লোডশেডিং বৃদ্ধি

জুলকারনাইন
Published : 30 March 2012, 10:35 AM
Updated : 30 March 2012, 10:35 AM

সবকিছুতেই বৃদ্ধি।বিদ্যুত্‍ উত্‍পাদন বৃদ্ধি, লোডশেডিং বৃদ্ধি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সাথে মুদ্রা স্ফীতি বৃদ্ধি।গাড়ি বৃদ্ধি, রাস্তায় গাড়ির অপেক্ষায় দাড়ানো মানুষের সংখ্যা বৃদ্ধি। কিন্তু অংকটা মেলেনা কিছুতেই।মূল্য বৃদ্ধি হলে উত্‍পাদন বাড়বে স্বাভাবিক, লোডশেডিং কমবে সেটাও স্বাভাবিক। তাতো হচ্ছেনা।তাহলে গলদ কোথায়?বেড়ার খেত খাওয়ার গল্প তো আমরা সবাই জানি।সব সম্ভবের দেশে সিস্টেম লস এই লস সেই লস-সব তো জনসাধারণের ঘাড়ে চাপিয়ে বওয়ানো হচ্ছে।কতকাল সাধারণ মানুষ এসব যন্ত্রনা বয়ে বেড়াবে? কেউ কী কোনোদিন এসকল যাঁতাকল থেকে তথাকথিত মফিজদের মুক্ত করতে এগিয়ে আসবেনা?