আলো বিহীন লিখছি

জুলকারনাইন
Published : 31 March 2012, 04:09 PM
Updated : 31 March 2012, 04:09 PM

"বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার বৈশ্বিক কর্মসূচি 'আর্থ আওয়ার' পালনের জন্য শনিবার রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টার জন্য অন্ধকারে থাকবে সারাদেশ।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণকে উদ্বুদ্ধ করতে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রয়োজনীয় নয় এমন সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সরকার।

'আর্থ আওয়ার' কর্মসূচির আওতায় প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার বিশ্বজুড়ে বৈদ্যুতিক বাতি বন্ধের জন্য বিশ্ববাসীকে উৎসাহিত করা হয়। জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ববাসীকে সচেতন করাই এর লক্ষ্য।"

এর ই পরিপ্রেক্ষিতে অন্ধকারে বসে এই লেখাটি লিখছি।যদি আমাদের এক ঘন্টার সাশ্রয় হাজার বেদনার মাঝে কিছুটা স্বস্তি এনে দেয়। অন্তত মানসিক ভাবে তো এনে দিতেই পারে। তা নাহলে এক ঘণ্টা পর পর লোড শেডিং এর পর আর কী ই বা বলার থাকে।