ব্লগারদের প্রতি আকুল আবেদন!

জুলকারনাইন
Published : 7 April 2012, 06:02 PM
Updated : 7 April 2012, 06:02 PM

এখানে আমরা কাঁচা পাকা সবাই মুক্ত সাংবাদিকতা তথা ব্লগিং এর সাথে যুক্ত।আমাদের মতাদর্শ, লেখার বিষয় যাই হোক তাতে কিছু এসে যায় না।মত প্রকাশের স্বাধীনতা যেখানে স্বীকৃত সেখানে মুক্ত মানেই মুক্তচিন্তার স্ফুরণ বিচ্ছুরণ দৃশ্যমান হবে এটাই স্বাভাবিক।কিন্তু পরিতাপের বিষয় , কিছু লেখা এমন পাওয়া যাচ্ছে যেখানে ধর্মীয় অপব্যাখ্যা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বক্তব্য সরাসরি না হলেও ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা রয়েছে। আমরা যারা ভারত প্রেম বা পাকিস্তান প্রেমের উর্দ্ধে দেশপ্রেম বুঝি তাদের অনুভূতিকে এসব লেখা যথেষ্ট আহত করছে প্রতিনিয়ত।কী দরকার একজন লেখকের জাতির উন্মেষ কালের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ সম্পর্কে অসম্মানজনক কথাবার্তা বলার অথবা ধর্ম নিষ্ঠা প্রকাশের কপট প্রয়াসের।জাতিগত, ধর্মীয় স্পর্শ কাতর বিষয় যথেষ্ট সতর্কতার সাথে পরিবেশন করা উচিত আমাদের সবার।এমন নয় যে তারপর ও কেউ আঘাত পাবে না। কারো লেখা পড়ে কেউ মর্মাহত হতেই পারে। যতটুকু এড়ানো সম্ভব আমি সেইটুকুর কথা বলছি।