শেয়ারে বিনিয়োগ পাপ নয়

জোনায়েদ
Published : 4 Oct 2011, 04:39 AM
Updated : 4 Oct 2011, 04:39 AM

কি হচ্ছে শেয়ার বাজারে? বাজার সংশ্লিষ্টদের জিজ্ঞেস করে দেখুন, এক কথায় উত্তর পাবেন- তামাশা, লুটপাট। প্রায় প্রতিদিনই পালা করে পড়ছে সূচক, সেই গত বছরের ডিসেম্বর থেকেই; বানরের বাশেঁ উঠার মতই- দু'পয়েন্ট বাড়ে তো তিন পয়েন্ট কমে। শেয়ার বাজারের এই অবিরাম অস্তিরতার কারণ কি কেবলই নিখাদ আর্থনৈতিক, এসএলআর, সিআরআর বাড়ানো, তারল্য সংকট ইত্যাদি নাকি আরো অন্য কিছু?

কথায় বলে গরিবের বৌ সবার ভাবী। এখন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা মনে হয় দেশের সকলের গণভাবীতে পরিণত হয়েছে- সকলে মশকরা করে, সরকার মশকরা করে, অর্থমন্ত্রী মশকরা করে, এসইসি মশকরা করে, ডিএসই মশকরা করে। আজ প্রথম আলোতে একজন মন্তব্য লিখেছে আর ক'দিন পর ভিক্ষুক জরিপের কাজ হলে আরো আনেক নিঃস্ব বিনিয়োগকারীর নাম যুক্ত করা যেত। কথাটা নেহাত মিথ্যা বলেনি। বিনিয়োগকারীরা এখন গিনিপিগ- এক এক জন এক এক তত্ত্ব নিয়ে উদ্ধারে আসছে আর সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শেষ সম্বলটুকুও উদ্ধার করে সটকে পড়ছে। খেল্ দেখছি বটে!

শেয়ারে বিনিয়োগ কি পাপ? বিনিয়োগকারীরা কি অতিতের কর্মফল ভোগ করছে? আর কতকাল পর একটি স্বাভাবিক বাজার দেখব? প্রশ্নগুলোর উত্তর কি কেউ জানেন?