হিমুর হলুদ রহস্য

জুলফিকার জুবায়ের
Published : 13 Nov 2012, 06:17 AM
Updated : 13 Nov 2012, 06:17 AM

হিমুর কাছে হলুদ এতো প্রিয় কেন সেই রহস্য উদ্ঘাটিত হয়েছিল এই বসন্তের অনেক আগে।
——————————————————————————————
রঙধনুর আছে সাতটি রঙ; হিমুর আছে সাতটি হিসেব।

হাসি
মুখের ভাষা অনেক, হৃদয়ের ভাষা শুধু হাসি না হয় কান্না।

হাটা
হিমুরা হাটে, কথা বলে, ভালোবাসে, হাসে; কাঁদে না কখনো।

হৃদয়
জলে থাকে নীলপদ্ম, হৃদয়ে থাকে ভালোবাসা।

হলুদ
আকাশের রঙ নীল, পৃথিবীর রঙ সবুজ, ভালোবাসার রঙ লাল; বসন্তের রঙ হলুদ

হিমালয়
এক জীবনে মানুষ অনেক হিমালয় অতিক্রম করে।

হুমায়ূন আহমেদ
কারো কারো জন্ম হয়, মৃত্যু হয় না কখনো।

হিমু
সে আসে বসন্তে, চলে যায় বসন্তে; ফিরেও আসে বসন্তে।

১৪-সেপ্টেম্বর-২০১২
গুলশান, ঢাকা