সবাই এক সাথে বেড়াতে জাফলং গেলে কেমন হয়? সবাইকে আমন্ত্রণ করে ব্লগে পোস্ট করার জন্য উৎসাহিত করেছেন সম্মানিত নুর ইসলাম রফিক ভাই। সত্যিই অপরূপ সৌন্দর্য বেষ্টিত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশ জাফলং -এ একবার বেড়ানোর জন্য সবাই উদযোগি হলে কেমন হয়? খাসিয়া-জৈন্তা পাহাড় এর প্রকৃতি কন্যা জাফলং। ব্লগ এবং ব্লগ টিম ও সংশ্লিষ্ঠকেও সদয় অবগতির জন্য জানাচ্ছি আমন্ত্রণ।
শীতের ভোরে কুয়াশায় সবাই একসাথে সিলেটে ট্রেনে করে চলে আসলেন (ঢাকা থেকে)। সিলেটে (দক্ষিণ সুরমা রেল স্টেশন) আসার পর খানিকটা ভালো মানের হোটেলে অবস্থান করে সকাল ৮টার দিকে বেড়াতে যাব জাফলং। সিলেট শহর থেকে জাফলং এর দুরত্ব ৬২ কি: মি:। যেতে সময় লাগবে দেড় ঘন্টা। হোটেল থেকে অথবা যাবার পথে জৈন্তাপুরে সকালের নাস্তা সেরে নেয়া যাবে। সবাই মিলে ৩০ থেকে ৪০ জন হলে মিনি মাইক্রোবাস নেয়া যাবে। রিজার্ভ মাইক্রোবাসের ভাড়া ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা (সিলেট-জাফলং-সিলেট)। গাড়ী নির্ভর করবে লোকসংখ্যার সংখ্যার ওপর। সবাই মিলে দুপুরের খাবার সেরে নেয়া যাবে জাফলং। অবশ্য সেখানে খাবারের সুব্যবস্থা আছে।
আর আমি সিলেটে থাকি। সিলেট থেকে রান্নার ব্যবস্থাটাও করে নিতে পারি। আপনাদের সকলের অনুমতিক্রমে। জাফলং এ যাবার পথে শ্রীপুর, মুকামপুঞ্জি, লালাখাল, ও জৈন্তাপুরের ঐতিহ্যবহুল জায়গাগুলো ঘুরে দেখা যাবে।
আগে জেনে নিন জাফলং যাবার পথে প্রথমে কোন জায়গা পর কোন জায়গা পড়বেঃ
সিলেট থেকে যেতে প্রথমেই পড়বে হজরত শাহপরানের (রা:) মাজার। তারপর হরিপুর গ্যাসফিল্ড (গাড়িতে বসে দেখা যাবে) ইচ্ছে করলে কিছুক্ষণ দাড়িয়ে দুর থেকে দেখতে পারবেন। এরপর, সারি নদীর ব্রিজে থেকে ডান দিকে লালাখাল, লালাখাল নদী (সিলেটের নীলনদ নামে পরিচিত) পার হয়ে লালাখাল টি-স্টেট। লালাখালে নৌকা ভ্রমন করা যায়, তবে সেখনেও অনেক থাকতে হবে। সেখানে ২ ঘন্টার মত সময় লাগবে দেখতে। এরপর জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর ঐতিহ্যবাহি সব স্থান দেখতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা। শ্রীপুর ও মুকামপুঞ্জি পাশাপাশি। শ্রীপুর ও মুকামপুঞ্জি (খাসিয়া অধ্যুষিত এলাকা, পান চাষ বা জুমচাষ) দেখতে সময় লাগবে ১ ঘন্টার মত। শ্রীপুর পাথর কুয়ারি। সেখান থেকে জাফলং এর উদ্দেশ্যে রওয়ানা হলে তামাবিল জিরো পয়েন্ট (তামাবিল-ডাউকি বর্ডার) গাড়িতে বসে দেখা যাবে (ছবি তুলতে চাইলে সময় ব্যয় হবে)। তারপর গন্তব্য জাফলং। সেখানে পৌছার পর পিয়াইন নদী ধরে (নৌকা করে ভাড়ায়) জিরো পয়েন্টে সেই ঝুলন্ত ব্রিজ শতবর্ষ পুরাতন দেখা, স্বচ্ছ পানিতে ইচ্ছে করবে গোসল করার। জাফলং থেকে ফেরা: সময় কষে সন্ধ্যার পর আবার সিলেটে সন্ধ্যারাত ৮টা থেকে সাড়ে ৮টায়। ইচ্ছে করলে রাতেই ট্রেনে ঢাকা রওয়ানা হতে পারেন…।

ছবি-সুমন দে। জাফলং, পিয়ান নদী ধরে (নৌকা করে ভাড়ায়) জিরো পয়েন্টে সেই ঝুলন্ত ব্রিজ শতবর্ষ পুরাতন।
লালাখালঃ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি- লালাখাল

ছবি-সুমন দে। জাফলং-এ ছবি ওঠানোর জন্য আমাকে মনোনিত করলে, আছিই তো 🙂 ।

ছবি-সুমন দে। গুসলের জন্য অল্প থেকে গভীরতা রয়েছে। সাঁতার জানা থাকলে ভালো না জানা থাকলেও সমস্যা নেই, স্বল্প গভীরেও স্বাদ নেয়া যাবে স্বচ্ছ জলের (ঝর্ণা থেকে নেমে আসা) পিয়াইন নদীর।

ছবি-সুমন দে। জৈন্তা পান্থশালা। সিলেট জাফলং সড়কে শত বর্ষ পুরাতন জৈন্তা রাজাত্ব কালে তৈরী।

শ্রীপুর: শীতের সময় পানি এতটা নেই। তবুও কোলাহল মুক্ত প্রকৃতিতে মিলে মিশে কিছুটা সময় পার করলে খারাপ হবেনা।

শ্রীপুর: ভোরের শীতের সময়। প্রকৃতিতে মিলেমিশে আছে সুদৃশ্য শ্রীপুর ।
যোগাাযোগ করতে পারেন ইনবক্সে: https://www.facebook.com/sylsumon ।
জাফলং- বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত, একটি এলাকা। জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত।
মোঃ আব্দুর রাজ্জাক বলেছেনঃ
সন্দেহ নেই জাফলং বেড়ানোর জন্য একটি উত্তম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। আমি এ পর্যন্ত দুবার গিয়েছি সেখানে। দুবারই পরিবারসহ। একবার ওখানে রাত্রিযাপনও করেছিলাম। কিন্তু দুবারই গিয়েছি শীতকালে। অথচ জাফলঙের আসল রূপ নাকি ধরা পড়ে বর্ষাকালে। চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম দিকে দেশে থাকব। কিন্তু শীত কাল জন্য জাফলং ঘোরার ইচেছ হচ্ছে না। তবে আমি সহব্লগারদের উৎসাহিত করব।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ রাজ্জাক ভাই।
শফিক মিতুল বলেছেনঃ
রাজ্জাক ভাইয়া, মার্চের দিকে শীত অনেকটা কমবে, চলেন না.. সেসময় যাই। 🙂
সুমন দে বলেছেনঃ
মোঃ আব্দুর রাজ্জাক ভাই এবার আপনি কনফার্ম যাবেন, মার্চে ২৪, ২৫, ২৬ পরপর তিন দিনের মধ্যে না শীত, না গরম আর ক’টা দিন পরে কাল বৈশাখী ঝড়। বর্ষার কাছাকাছি সময়। আমরা আপনাকে সাথে চাই-ই চাই 🙂
সুমন দে বলেছেনঃ
তবে ফেব্রুয়ারি মাসের ১১ থেকে ১৮ তারিখ বাদে ওই সময় ব্লগের বর্ষপূর্তির আয়োজন .. সবার থাকা চাই কিন্তু
সুমন দে বলেছেনঃ
নাগরিক সাংবাদিকঃ শ্রদ্ধেয় নুর ইসলাম রফিক ভাই, শ্রদ্ধেয় শফিকুল ইসলাম(শফিক) ভাই, শ্রদ্ধেয় সুকান্ত সাহা দাদা, শ্রদ্ধেয় নিতাই বাবু দাদা, শ্রদ্ধেয় সুমিত বণিক দাদা, শ্রদ্ধেয় মঞ্জুর মোর্শেদ ভাই, শ্রদ্ধেয় ফারদিন ফেরদৌস ভাই, শ্রদ্ধেয় মোনেম অপু ভাই, শ্রদ্ধেয় নুরুন নাহার লিলিয়ান ভাই, শ্রদ্ধেয় মনসুর আলী ভাই, শ্রদ্ধেয় গৌতম বুদ্ধ পাল দাদা. শ্রদ্ধেয় মোঃ আব্দুর রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় মজিবর রহমান ভাই, শ্রদ্ধেয় উৎপল চক্রবর্ত্তী দাদা, শ্রদ্ধেয় আশরাফুল আলম ভাই, শ্রদ্ধেয় নুরুন নাহার লিলিয়ান আপু, শ্রদ্ধেয় আইরিন সুলতানা আপু, শ্রদ্ধেয় শফিক মিতুল ভাই, শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন ভাই, শ্রদ্ধেয় কাজী শহীদ শওকত ভাই, শ্রদ্ধেয় যহরত ভাই, শ্রদ্ধেয় জুলফিকার জুবায়ের ভাই, শ্রদ্ধেয় রিফাত কান্তি সেন দাদা, শ্রদ্ধেয় জাহেদ-উর-রহমান ভাই, শ্রদ্ধেয় মোঃ গালিব মেহেদী খান ভাই, শ্রদ্ধেয় আসাদ জামান ভাই, শ্রদ্ধেয় শরিফুল ইসলাম সীমান্ত ভাই, শ্রদ্ধেয় আসিফ মাহবুব ভাই, শ্রদ্ধেয় নাজনীন খলিল আপু, শ্রদ্ধেয় আতাস্বপন ভাই, শ্রদ্ধেয় এলডোরাডো ভাই, শ্রদ্ধেয় কাজী রাশেদ ভাই, শ্রদ্ধেয় জয়নাল আবেদীন ভাই, শ্রদ্ধেয় তানজীর হোসেন পলাশ ভাই, শ্রদ্ধেয় নারায়ন সরকার দাদা, শ্রদ্ধেয় ফারদিন ফেরদৌস ভাই, শ্রদ্ধেয় বাংগাল ভাই, শ্রদ্ধেয় মজিবর রহমান ভাই, শ্রদ্ধেয় মনোনেশ দাস দাদা, শ্রদ্ধেয় মাহবুবুল আলম ভাই, শ্রদ্ধেয় রোদেলা নীলা আপু, শ্রদ্ধেয় সজীব হোসাইন ভাইসহ আরো যারা নিয়মিত বা অনিয়মিত বিডি ব্লগে লেখেন, ব্লগটিম, বিডি নিউজের কতৃপক্ষ ও সংশ্লীষ্ঠ সকলেই আমাদের ভ্রমনকে সুন্দর ভাবে উপভোগ করার জন্য সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সকলের মিলিত প্রচেষ্ঠায় সফল হোক আমাদের জাফলং ভ্রমন একই সাথে আমরা উদযাপন করব ব্লগের বর্ষপূর্তির ।
আপনাদের সকলের সহযোগিতা কাম্য…
শফিক মিতুল বলেছেনঃ
আমি প্রস্তুত। আমাকে কি কি করতে হবে শুধু বলবেন। 🙂 🙂
সুমন দে বলেছেনঃ
আপনিও আমাদের একজন, তাই সবাই যাতে একই সাথে সিলেট পৌঁছান সেই ব্যবস্থাটা নেন মিতুল ভাই।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আর ‘সবার’ মত আমারও শশুড়বাড়ীর দেশে যেতে ভাল লাগে! অবশ্য যারা এখনো ‘শশুড়বাড়ী’ পায়নি বা যাদের একাধিক আছে; তাদের কথা আলাদা! 😛
সুমন দে বলেছেনঃ
শশুড়বাড়ীতে স্বাগতম দাদা 😉
শফিক মিতুল বলেছেনঃ
আমি ‘আলাদার’ দলে 🙂
সুমন দে বলেছেনঃ
দাদা শশুড়বাড়ী সহ সব প্ল্যান ফিক্স আপনি কই????
নিতাই বাবু বলেছেনঃ
শ্রদ্ধেয় সুমন দাদা, নমস্কার গ্রহণ করুণ ৷ ব্লগে ব্লগার/লেখকবৃন্দদের জাপলং ভ্রমণের আমন্ত্রণ জানানোটা ভালো হয়েছে ৷ তবে যদি সবাই সময় এবং সুযোগ করে আপনার আমন্ত্রণ গ্রহণ করে জাপলং যাওয়ার চিন্তাভাবনা করে, সেখানে আমিও আছি দাদা ৷ সেই কবে গিয়েছিলাম জাপলং! এখন মনে হলে সবই যেন স্মৃতিময় ৷ যাওয়ার ইচ্ছে আছে আমার যদি…… ৷ সবাই একসাথে যেতে পারলে আবার নতুন করে সবার সাথে মিলিত হতে পারব ৷ আশা রইল, দেখি কী হয়? তারপর চিন্তাভাবনা করব দাদা ৷ আপনার প্রতি শুভকামনা রইল দাদা, ভালো থাকবেন ৷
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ দাদা, আমি চাই সবাই মিলে একসাথে যাবার। এবার সকলের উৎসাহ আমাদের উদ্যোগে সফলতা আসুক এই কামনা…
শফিক মিতুল বলেছেনঃ
নিতাই দা কে তো যেতেই হবে।
সুমন দে বলেছেনঃ
শ্রদ্ধেয় নিতাই দাদা কে ভ্রমনের ব্যপারে ইনএক্টিভ মনে হচ্ছে (আমার ব্যক্তিগত অভিমত)। দাদার প্রাণ চঞ্চল উদ্যোগ সবাইকে উৎসাতিহ করবে কামনা করছি। অবশ্যই দাদা সঙ্গে থাকবেন।
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন বলেছেনঃ
সুমন ভাই,
খুব ভালো উদ্যোগ। সামনে মাসে ইনশাআল্লাহ দেশে আসবো। থাকবো আপনাদের সাথে।
শফিক মিতুল বলেছেনঃ
ভাইয়া, শুভ কামনা রইলো আপনার জন্য।
সুমন দে বলেছেনঃ
শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন ভাই ধন্যবাদ।
আপনার (দেশে আসা) যাত্রা শুভ হোক এই কামনা…
দেশে আসার পর আমরা সবাই মিলন মেলায় ভ্রমনে থাকব…
হবে সব আপন মনের মানুষগুলোর সাথে আত্মিক বন্ধন…
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আইডিয়াটা দারুণ। সফলতা কামনা করি। যাওয়ার তো ইচ্ছা আছে! সুকান্ত দা যদি শ্বশুরবাড়ি দাওয়াত দেন, তাহলে কিন্তু বেশ হয়। ধন্যবাদ সুমন ভাই।
সুমন দে বলেছেনঃ
ফারদিন ভাই আপনাদের সহযোগিতা কামনা করছি ভ্রমন সফল করতে 🙂
শফিক মিতুল বলেছেনঃ
ফারদিন ভাইয়া, শুধু ইচ্ছে আছে বলে থেমে থাকলে চলবে না, আপনাকে যেতেই হবে। এখন কিভাবে যওয়াটা বাস্তবায়ন করা যায়, সেই পরামর্শ আশা করছি। 🙂
সুমন দে বলেছেনঃ
অবশ্যই ফারদিন ভাই সহ সকলের পরামর্শ জরুরি ভিত্তিতে কাম্য।
সুমন দে বলেছেনঃ
আপনার পরামর্শ কাম্য সর্বঙ্গিন ভাবে।
উৎপল চক্রবর্ত্তী বলেছেনঃ
পোস্টের বক্তব্য যথেষ্ট আন্তরিক এবং পোস্টের ছবিও টান টান উত্তেজনায় ঠাসা। সুমন – আমাকে জাস্ট মিসড কল দেবেন – আমি রেডি। সম্ভবত ব্লগার গণ শীতনিদ্রায় গর্তে হামায় গেছেন –এটাই একমাত্র টেনশন!
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ দাদা, এভাবে আশাকরি সবাই সজাগ হয়ে ওঠবেন অপেক্ষায় রইলাম।
একসাথে সবাই একটি আড্ডাও জীবনের মধ্যে অনেক প্রভাব ফেলে, তার মধ্যে ভ্রমন 🙂
আমি প্রস্তুত, এবার সবার দিন ক্ষন ঠিক করার পালা দাদা।
ভালো থাকবেন উৎপল দাদা। ভালো থাকুন সবাই…
শফিক মিতুল বলেছেনঃ
কোথায় গর্ত?? আমরা আছি তো… এই তীব্র শীতে একটু ঝিমুনি আসতেই পারে। তাই বলে এই তরুণ বয়সে গর্তে!! উৎপল দা আমি রেডি হয়ে বসে আছি যাওয়ার জন্য। 🙂
সুমন দে বলেছেনঃ
মিতুল ভাই সবার জন্য নিচে ডেট উল্লেখ করেছি। দয়া করে সবার ঝিমুনিতে একটা বড় ধ্ক্কা দেন, প্রগ্রাম সাক্সেস হবে 😉
সুমন দে বলেছেনঃ
দাদা মিসড কল পেয়েছেন।
সুমন দে বলেছেনঃ
সিলেটের লেখক বন্ধুদের সাড়া নেই কেন ?
শফিক মিতুল বলেছেনঃ
সিলেটে কি শীত একটু বেশি পড়ছে নাকি?? 😀 😀
সুমন দে বলেছেনঃ
শীত অন্যবারের তুলনায় অনেক কম। দিনের বেলায় রোদের তাপ অনেক বেশী ভোররাতে সিলেট শহরে ১৫/১৬/১৭ ডি: সে: তাপমাত্রা থাকে মিতুল ভাই।
সুমন দে বলেছেনঃ
মার্চে ২৪, ২৫, ২৬ পরপর তিন দিনের বন্ধও আছে। সবার সুযোগ মতন দিনটা কেমন হয় বন্ধুরা?
শফিক মিতুল বলেছেনঃ
সুমন দা, আপনার উদ্যোগটা অসাধারণ। আমি যাওয়ার জন্য শতভাগ প্রস্তুত। আর আপনার পরামর্শের সঙ্গে আমিও সহমত। মার্চে গেলেই আমাদের জন্য বোধহয় ভালো হবে। কারণ সেসময় এখনকার চলা ভারী শীতটাও অনেকটা কমবে আবার আমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে থাকা বইমেলা, নগর নাব্য ও ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনেও কোন সমস্যা হবে না। তাই মার্চের কোন সময়ে যাওয়া যায় তাই এখন সবাই মিলে ঠিক করতে পারি। ধন্যবাদ আপনাকে।
সুমন দে বলেছেনঃ
স্বাগত মিতুল ভাই। মার্চে ২৪, ২৫, ২৬ পরপর তিন দিনের বন্ধ আছে। (ফাল্গুনের শেষের দিক)
সে সময়টা সবাই মিলে সাড়া দিলে আমাদের প্রস্তুতিতে ভালো হবে।
“আমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে থাকা বইমেলা, নগর নাব্য ও ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনেও কোন সমস্যা হবে না।” কথাটা মিতুল ভাইয়ের, আমি সহমত। সবার ইচ্ছে জানানোর জন্য অনুরোধ করছি শ্রদ্ধার সাথে।
আপনাদের সকলের অন্তরিক চেষ্টা ভ্রমনে বছর নগরনাব্য বর্ষ পুর্তি পুনমিলনি জাফলংয়ে পালন করব,
সেই সাথে বই মেলার নানা ধরনের নতুন বইয়ের আলাপচারিতায় জমে ওঠবে।
ফাগুনের হাওয়ায় পিয়া্ইন নদীর পাড়ে গুনিজন ব্লগের লেখক ও সংশ্লিষ্ঠদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রন।
ভালো থাকুন মিতুল ভাই।
ভালো থাকুন সকলে।
মজিবর রহমান বলেছেনঃ
এখন কয়েকজন জাঁদরেল মন্তব্য কেন করলেন না বুঝতে পারছিনা। সুকান্তদা একসাথে দুই ই চাই তা পূরণ হবে।
শ্রধেয় অপু ভাই, জুলফিকার ভাই। আইরিন আপুসহ আপনাদের সহযোগিতা কামনা করছি।
সুমন দে বলেছেনঃ
সহমত। থন্যবাদ মজিবর ভাই।
মোনেম অপু বলেছেনঃ
সুমন ভাই ও মজিবর ভাই, আপনারা দুজন কনফার্ম। তাছাড়াও আছেন শফিক মিতুল, নিতাই বাবু, সৈয়দ আশরাফ এবং উৎপল চক্রবর্ত্তী। (অন্তত মাধবপুর পর্যন্ত হলেও) আছেন সুুকান্ত সাহা। সাতজন। ২৪, ২৫, ২৬ মার্চ সময়টা আমার জন্য সুবিধাজনক। মোটামোটিভােব ধরা যায় আমিও আছি। আমার হাঁটা-চলায় কিছু আসুবিধা হয় বিধায় এবং তল্পি-তল্পা একটু বেশী হতে পারে বলে সাথে ফারদিন, জুবায়ের আর জাহেদ থাকলে আমার কিছু বাড়তি সুবিধা হতো। এখনও মাস দুয়েক বাকী। দেখা যাক আর কে কে হাজির হন।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ শ্রদ্ধেয় মোমেন অপু ভাই। আপনার হাটা চলায় অসুবিধার জন্য সিলেট থেকে সম্পূর্ণ ভার আমি নেব।
শুধু আপনি মটর বাইকে বসে থাকবেন, আমি আপনাকে হাটতে দেবনা। তবে সত্যি, শ্রদ্ধেয় ফারদিন ভাই,
শ্রদ্ধেয় জুবায়ের ভাই আর, জাহেদ ভাই এবং সম্মানিত ব্লগ টিমের সদস্যদের অবশ্যই আমাদের সাথে চাই।
সকলের সুসাস্থ কামনা করি। ভালো থাকুন, নিরাপদে থাকুন সবাই।
মোনেম অপু বলেছেনঃ
তাহলে আর কিসের দ্বিধা, কিসের ডর! 🙂 😀
আবুল হায়দার তরিক বলেছেনঃ
সিলেট ভ্রমনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশ্যই আসবেন এবং জাফলং, মাধবকুন্ড, লাউয়াছড়া, সহ অসংখ্য চা বাগান পরিদর্শন করবেন। আপনাদের ভালো লাগবে।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ আবুল হায়দার তরিক ভাই।
সুমন দে বলেছেনঃ
যোগাাযোগ করতে পারেন ফেসবুক ইনবক্সে: https://www.facebook.com/sylsumon । মার্চে ২৪, ২৫, ২৬ পরপর তিন দিনের মধ্যে যারা যেতে চান এই ব্লগের এবং ব্লগ টিমের ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সংশ্লীষ্ঠগন, ব্লগেরসহ সকল সদস্যগণ তারিখ ও কোথা হতে আসবেন, প্রথমে একদিন সিলেটে থাকবেন কী? কোথায় যাবেন জাফলংয়ের সাথে সব এই পোস্টে এবং আমাকে ইনবক্স করুন দয়াকরে।
মাইদুল লুলু বলেছেনঃ
এই প্রথম লিখছি
শফিক মিতুল বলেছেনঃ
স্বাগতম 🙂 🙂
রোদেলা নীলা বলেছেনঃ
বর্ষার জলে মায়াবী ঝর্নায় ভিজতে যাব
সুমন দে বলেছেনঃ
অবশ্যই ভিজতে যাবেন। তবে আমাদের সঙ্গি হওয়ার অনুরোধ রইল নীলা আপু 🙂
খন্দকার মনিরুল ইসলাম বলেছেনঃ
উদ্যোগটি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়, সুমন ভাই। যদি সত্যিই সফলভাবে এটা বাস্তবায়িত করা যায় তবে হবে অংশগ্রহনকারী সকলের জন্য একটি পরম স্মরণীয় ঘটনা। আমি কেনভাবেই সেই নির্মল আনন্দঘন মুহুর্তগুলো মিস করতে চাই না। কিন্তু সমস্যা হলো, আমি একেবারেই অনিয়মিত ব্লগে। তাই জোড় গলায় দাবী করার সাহস পাচ্ছিনা যে, আমাকে নিতে হবে। তবে আপনার এই মহান উদ্যোগের সাফল্য কামনা করি এবং যেকোন সহযোগীতায় যদি আসতে পারি নিজেকে ধন্য মনে করবো।
সুমন দে বলেছেনঃ
মনিরুল ভাই, আমিও ব্লগে খুবই অনিয়মিত। তবে পড়ার চেষ্টাকরি সবার লেখা।
আপনি যেহেতু লেখক অবশ্যই আমাদের সফলতার অংশিদারিত্ব দায় আপনারও রয়েছে।
আপনি আমাদের সাথে যাচ্ছেন, যাবেন, থাকবেন, আনন্দ করবেন, বেড়াবেন, আড্ডাদেবেন 🙂
ভালো থাকুন 🙂
নুর মোহাম্মাদ বালী বলেছেনঃ
সফলতা কামনা করি।
আমি ব্লগে খুবই অনিয়মিত।
সুমন দে বলেছেনঃ
অনিয়মিত কোন ব্যপার না। আপনি যাবেন সবার সাথে সেটাতেই সফলতা আসুক ভাই 🙂
সাজ্জাদ রাহমান বলেছেনঃ
তার চেয়ে চলুন যাই ‘চর কুকরিমুকরি’
সুমন দে বলেছেনঃ
দয়াকরে পোস্ট ২৩ দেখার অনুরোধ রইল।
সুমন দে বলেছেনঃ
জনাব সাজ্জাদ রাহমান বাংলাদেশে এরকম (চর কুকরিমুকরি) নামক স্থানের বর্ণনা সহকারে পোস্ট দেন।
আপনার মন্তব্য নেতিবাচক ইঙ্গিত করছে যা অনেকের উৎসাহে ভাটা পড়বে!!
আপনি শ্রদ্ধেয় লেখক হিসেবে চর কুকরিমুকরির বিষয়ে আমন্ত্রণ জানান এবং আলাদা পোস্ট দিয়ে কৃতার্থ করুন দয়া করে।
সাজ্জাদ রাহমান বলেছেনঃ
জাফলং ভ্রমণকে নিরুৎসাহিত করছিনা। ‘চর কুকরি মুকরি’ সম্পর্কে একটু বলি। এটি ভোলার একটি উপদ্বীপ। পত্রিকান্তরে পড়েছি, এটি অসাধারণ সুন্দর একটি জায়গা। আমরা যেহেতু সবাই লেখক, যেখানে সবাই যায়, সেখানে না গিয়ে যদি ধরুন এমন কোনো জায়গায় যাই, যে জায়গাটিতে মানুষ ভ্রমণের জন্য খুব একটা যায়না, কিন্তু আকর্ষণীয়, একই সাথে লেখার ভিন্ন ভিন্ন উপাদানও পাওয়া যাবে। সেই দৃষ্টিকোণ থেকে বলেছি। আপনার উদ্যোগকে বাধাগ্রস্ত করতে নয়। যাদের পক্ষে সম্ভব হবে এবং ভালো লাগবে নিশ্চয়ই জাফলং যাবেন। শুভকামনা থাকলো।
নারায়ন সরকার বলেছেনঃ
প্রস্তাবিত তারিখ মন্দ নয়, তবে গরম একটু বেশি হতে পারে। রাস্তার অবস্থা কেমন আছে সেটা জানা দরকার। যেতে ইচ্ছা আছে, কনফার্ম হলে জানাবেন।
সুমন দে বলেছেনঃ
পোস্ট ২৩ দেখার অনুরোধ রইল।
সুমন দে বলেছেনঃ
কনফার্ম হয়ে গেছে।
সুমন দে বলেছেনঃ
আপনারা যারা এই তারিখে যেতে চান দয়াকরে এখানে নাম দিয়ে কৃতার্থ করবেন।
আপনাদের অংশগ্রহনের আমাদের ভ্রমন তিন দিনের জন্যে সাজানো হবে।
তিন দিনের ভ্রমনে জাফলং, শ্রীপুর, লালাখাল, বিছনাখান্দি এবং শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট আমাদের প্রস্তাবনায় থাকবে।
তানজির খান বলেছেনঃ
সুমন দাদা অত্যন্ত ভাল একটি প্রস্তাব। এই সময়ে ঘোরাঘুরি দারুণ জমবে। প্রকৃতি থাকবে শান্ত। সিলেট যাওয়া হয়নি তাই আগ্রহও অনেক। দাদা, কিছু বিষয় জানা থাকা দরকার। ঢাকা থেকে বেড় হয়ে পুরো ঘোরাঘুরি করে ঢাকায় ফিরে আসতে কত খরচ হতে পারে? এটা জানলে আমার মত অনেকেরই সুবিধা হয় দাদা। ব্লগের প্রিয় ব্লগারদের সবাই যাচ্ছে তো? সবাই গেলে খুব আনন্দ হবে।
সুমন দে বলেছেনঃ
সবার দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে এই পোস্টে; কারা যাবেন শুধু নাম দিলে হবে।
দু:খিত কারো ইমেল বা মোবাইল নাম্বার দিতে হবে না।
ঢাকা থেকে সিলেটে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে ২৩ মার্চ রাতের উপবন ট্রেনে আসতে পারেন।
সুবিধাজনক ট্রেন Upaban Express Dhaka 21:50 Departure Sylhet 05:30 Arrival. ( http://www.travel-bangladesh.net/train-from-dhaka-to-sylhet/ ) জনপ্রতি টিকেট এর মূল্য পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন এই লিংকে- http://www.bdprimeit.com/wp-content/uploads/Train-fare-of-east-zone.pdf
সিলেটে শুক্রবার ভোর সাড়ে ৫টা-৬টার দিকে পৌছাবেন।
পৌছানোর পর স্টেশন থেকে সম্ভাব্য জায়গা হতে পারে সিলেট পর্যটন মোটেল অথবা অন্য কোথাও। সে সব খরচ নিদৃষ্ট ভাবে বলা যাবে আপনাদের সাড়া জাগানো কনফার্ম নাম উল্লেখ করে পোস্টের উপর।
সব খরচের হিসেব এবং ভ্রমনের সমস্ত পেকেজ ঢাকা হতে শুরু করে – সিলেট – জাফলং ( যাতায়াতের সময় সাইড সিন) – বিছনাকান্দি বা মাধবকুন্ড- সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বা শ্রীমঙ্গল- সিলেট – সুস্থ ভাবে ঢাকা ফেরা লোক সংখ্যার (ব্লগ এর সবাই) উপর নির্ভর করছে।
আপনাদের হাতে সময় আছে মাত্র ১৮দিন। তাই এখনই কনফার্ম না করলে সব ভেস্তে যাবে যে 😳
সব কিছুর বুকিং দিতে হবে ২/৩ দিনের ভেতর। দয়া করে সবাই কনফার্ম করেন।
রোদেলা নীলা বলেছেনঃ
এর আগে ছিলাম পর্যটন কর্পোরেশনে,এতো দূর ওখান থেকে জাফ্লং ,ভালো লাগে নি।এবার ভাগ্নের বাড়িতেই থাকতে চাই,দেখি কিছু পয়সা বাচানো যায় কীনা। 😀 😀 😀 😀 😀 😀
সুমন দে বলেছেনঃ
নো প্রবলেম।
নিতাই বাবু বলেছেনঃ
সময় নেই ছুটি নেই, তবু যে যেতে ইচ্ছে করে। দেখি কী কারা যায়! না-পারলে তো আর কিছু করার থাকলো না, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে হিবে আরকি!
সুমন দে বলেছেনঃ
দাদা আপনি ২৫ তারিখ সকালে হলেও আসবেন (আমাদের আবদার)।
নিতাই বাবু বলেছেনঃ
“সম্মানিত ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সকল নাগরিক সাংবাদিক ব্লগার/লেখকবৃন্দ আমার নমস্কার গ্রহন করুন” ।
এখন আপনারা বলতে পারেন যে, তাহলে আপনি কি কোনো ছুটি কাটাননা? হ্যাঁ ছুটি পাই বা ছুটি নেই, তবে সারাদিন অফিসে না-আসলেও রাতে আমাকে আমার কর্ম করতেই হয় । কারণ; আমার চাকরিটা হলো একয়া ‘কো-ওপারেটিভ মাল্টিপারপাস এসোসিয়েশন’ (বহুমুখী সমবায় সমিতি) ।আমার অফিস থেকে ব্যবসায়ীদের ঋন দিয়ে থাকি ব্যবসা করার জন্য, তারা ব্যবসায়ীরা সেই ঋনের টাকা ৪ মাসিক কিস্তিতে ১২০ দিনের মধ্যে প্রতিদিন কিস্তি দিয়ে তাদের ঋন পরিশোধ করে দিবে, আমরাও আমাদের মূল টাকার লাভ সহ পেয়ে যাব ১২০ দিনের মধ্যে । সেমতে প্রতিদিন আমাদের অফিসে বর্তমানে টাকা কালেকশন হয় গড়ে ২০/২৫ হাজার টাকা, যা আমার ওপরই নির্ভর করে, আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই ।
যাক সেকথা, এখন আবার আগামী ২৪ তারিখ আমার মালিকের ছেলের শুভ বিবাহের দিন ধার্য়্য করা সেই বহু আগে থেকে । আবার ২৮ মার্চ আমার একমাত্র নাতীর শুভ জন্মদিন, সেখানে নাগেলে তো আর হয়না । সেখানে গেলেও আমাকে ছুটি নিতে হবে ৩/৪ দিন, সিলেট গেলে আরও দুইদিন, মোট ৫/৬ দিন ছুটি তো আমার দ্বারা কিছুতেই সম্ভব নয় ।আবার চাকরি না-করলেও সমাস্যায় পরতে হবে আমাকে ।ইদানিং ঢাকা-নারায়ণগঞ্জ দৌঁড়াদোড়িতে আমার মালিক পক্ষের এমনিতেই মন খারাপ হয়ে আছে ।
এখন আমার প্রিয় সহ-ব্লগার/লেখকবৃন্দগন আপনারাই বলুন, আমি কী সিদ্ধান্ত নিতে পারি? আমারও সিলেট জাফলং যেতে ইচ্ছা আছে, কিন্তু কী করি! সিদ্ধান্ত এখন আপনাদের ওপর ছড়ে দিলাম ।
এটা কোনো বক্তৃতা নয়!
সুমন দে বলেছেনঃ
শ্রদ্ধেয় দাদা। আপনার অবস্থান বুঝতে পেরেছি।
আপনাকে সাথে পেলে আমাদের আনন্দ আরো বেশীহত।
ভবিষ্যতে নাসিক প্ল্যান করে আপনার ওখানেই আমরা আসব আশা করি।
ধন্যবাদ ভালো থাকবেন।
আশিক বলেছেনঃ
🙂 যেতে পারলে অনেক ভাল হয় 🙂 😀
সুমন দে বলেছেনঃ
দয়া করে কনফার্ম করেন, হাতে সময় নেই।
আইরিন সুলতানা বলেছেনঃ
সারদা হল দেখাবেন না নাগরিক সাংবাদিক ভ্রমণে? 🙂
সুমন দে বলেছেনঃ
অবশ্যই।
সুমন দে বলেছেনঃ
ফেসবুকে যারা আমার সাথে আছেন সকল কে ইনবক্স করলাম আপনি পোস্টে দয়া করে কনফার্ম করেন। http://blog.bdnews24.com/sumondey/204231/comment-page-1#comment-135726 আপনারাও দয়া করে ফেসবুকে শেয়ার করে জানিয়েদিন ব্লগের সবাইকে।
হাতে সময় নেই প্লিজ আপনারা কনফার্ম করলে আমাদের লোকসংখ্যার উপর বিস্তর আলোচনা করে সব জানা যাবে।
মোঃ গালিব মেহেদী খান বলেছেনঃ
থাকতে চাই গুনিজনদের সাথে। তাড়াতাড়ি তারিখ ঠিক করুন এবং একই সাথে রুট প্ল্যান তবেই না ম্যাচ করে নিতে পারব। ধন্যবাদ সুমন দা।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ 🙂
সুমন দে বলেছেনঃ
মার্চে ২৪, ২৫, ২৬ পরপর তিন দিনের ভ্রমন।
নাগরিক সাংবাদিকঃ শ্রদ্ধেয় নুর ইসলাম রফিক ভাই, শ্রদ্ধেয় শফিকুল ইসলাম(শফিক) ভাই, শ্রদ্ধেয় সুকান্ত সাহা দাদা, শ্রদ্ধেয় সুমিত বণিক দাদা, শ্রদ্ধেয় মঞ্জুর মোর্শেদ ভাই, শ্রদ্ধেয় ফারদিন ফেরদৌস ভাই, শ্রদ্ধেয় মোনেম অপু ভাই, শ্রদ্ধেয় নুরুন নাহার লিলিয়ান ভাই, শ্রদ্ধেয় মনসুর আলী ভাই, শ্রদ্ধেয় গৌতম বুদ্ধ পাল দাদা. শ্রদ্ধেয় মোঃ আব্দুর রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় মজিবর রহমান ভাই, শ্রদ্ধেয় উৎপল চক্রবর্ত্তী দাদা, শ্রদ্ধেয় আশরাফুল আলম ভাই, শ্রদ্ধেয় নুরুন নাহার লিলিয়ান আপু, শ্রদ্ধেয় আইরিন সুলতানা আপু, শ্রদ্ধেয় শফিক মিতুল ভাই, শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন ভাই, শ্রদ্ধেয় কাজী শহীদ শওকত ভাই, শ্রদ্ধেয় যহরত ভাই, শ্রদ্ধেয় জুলফিকার জুবায়ের ভাই, শ্রদ্ধেয় রিফাত কান্তি সেন দাদা, শ্রদ্ধেয় জাহেদ-উর-রহমান ভাই, শ্রদ্ধেয় মোঃ গালিব মেহেদী খান ভাই, শ্রদ্ধেয় আসাদ জামান ভাই, শ্রদ্ধেয় শরিফুল ইসলাম সীমান্ত ভাই, শ্রদ্ধেয় আসিফ মাহবুব ভাই, শ্রদ্ধেয় নাজনীন খলিল আপু, শ্রদ্ধেয় আতাস্বপন ভাই, শ্রদ্ধেয় এলডোরাডো ভাই, শ্রদ্ধেয় কাজী রাশেদ ভাই, শ্রদ্ধেয় জয়নাল আবেদীন ভাই, শ্রদ্ধেয় তানজীর হোসেন পলাশ ভাই, শ্রদ্ধেয় নারায়ন সরকার দাদা, শ্রদ্ধেয় ফারদিন ফেরদৌস ভাই, শ্রদ্ধেয় বাংগাল ভাই, শ্রদ্ধেয় মজিবর রহমান ভাই, শ্রদ্ধেয় মনোনেশ দাস দাদা, শ্রদ্ধেয় মাহবুবুল আলম ভাই, শ্রদ্ধেয় রোদেলা নীলা আপু, শ্রদ্ধেয় সজীব হোসাইন ভাইসহ আরো যারা নিয়মিত বা অনিয়মিত বিডি ব্লগে লেখেন, ব্লগটিম, বিডি নিউজের কতৃপক্ষ ও সংশ্লীষ্ঠ সকলেই আমাদের ভ্রমনকে সুন্দর ভাবে উপভোগ করার জন্য সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সকলের মিলিত প্রচেষ্ঠায় সফল হোক আমাদের ৩দিনের ভ্রমন । আপনাদের সকলের সহযোগিতা কাম্য…
মোঃ গালিব মেহেদী খান বলেছেনঃ
ভাই ঝেরে কাসুন। কি সহযোগিতা চান বা কিভাবে প্রোগ্রামটা করবেন, খোলাসা করে বলুন। এখানে টাকার যোগানের বিষয় আছে। নির্দিষ্ট তারিখ নির্ধারন করা প্রয়োজন। আমি মনে করি ধোয়াশা কাটিয়ে সবটাই নির্দিষ্ট করা প্রয়োজন তাহলে যে কারো পক্ষে সম্মতি প্রদান এবং উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে।
রোদেলা নীলা বলেছেনঃ
শ্রদ্ধেয় ভাগ্নে ,আমাকে কি করতে হবে খালি একবার বলে দেখো 😀 😀 😀 😀 😀
গৌতম বুদ্ধ পাল বলেছেনঃ
আমি থাকতে চাই আপনাদের সাথে …. ১শ’তে ১হাজার বার কনফার্ম…
http://www.facebook.com/gowtom.paul.bd
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ 🙂
সুমন দে বলেছেনঃ
আপনারা আজই কনফার্ম করেন প্লিজ।
বুকিং করতে হবে অনেক কিছু। কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, যাতায়াত কি ভাবে করবেন সবই ।
মাথাপিছু কতটাকা লাগবে সে হিসেব লোক সংখ্যার ওপর জানানো হবে।
শফিক মিতুল বলেছেনঃ
সুমন দা, আমি কনফর্ম করছি যাওয়ার জন্য। আমাকে কি কি করতে হবে শুধু বলবেন, হাজির থাকবো সবসময়। আর আপনি যে শ্রম দিচ্ছেন এজন্য সেজন্য জানাই কৃতজ্ঞতা। শুভ কামনা আপনার জন্য। 🙂
সুমন দে বলেছেনঃ
সবই জানবেন আজ। ধন্যবাদ মিতুল ভাই।
শফিক মিতুল বলেছেনঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে খুব সম্ভবত আরো দুজন যেতে পারে। এদের মাঝে মাইদুল মিঠুন এখনো মন্তব্য না করলেও আমাকে বলেছে যাবে। যদিও আমি তাকে অবশ্যই আজকের তারিখের মধ্যে কমেন্ট করে জানাতে বলেছি।
নিতাই বাবু বলেছেনঃ
দাদা, আমি দুএকদিনের মধ্যে জানাবো যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ।
রোদেলা নীলা বলেছেনঃ
জাহাঙ্গীরনগর থেকে অনিককে নাও,একজন আলোকচিত্রকর সাথে না গেলে কেমনে কি?
খন্দকার মনিরুল ইসলাম বলেছেনঃ
আমি আছি আপনাদের সাথে। এতে গুনি লেখদের সান্নিধ্য মিস করতে চাইনা।
খন্দকার মনিরুল ইসলাম বলেছেনঃ
দুঃখিত , একটু ভুল হয়ে গেছে ।
* এতো গুণী লেখকদের সান্নিধ্য মিস করতে চাইনা।”
মাইদুল মিঠুন বলেছেনঃ
সুমন দা’র এই চমৎকার আহ্বানে আমি অত্যন্ত আনন্দিত।
এই ব্লগে একজন নতুন ব্লগার(সেই অর্থে খুদে লেখক) হিসেবে অল্পদিন হলো যোগ দিয়েছি আপনাদের সাথে।
আপনাদের লেখাগুলো নিয়মিত পড়ার চেষ্টা করি।
..
আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। অল্পদিন হলো ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হাতে এখন অঢেল সময়।এই পরিস্থিতিতে কোথাও যাওয়ার কথা ভাবছিলাম।
এই সময়েই সুমন দাদার এই পোস্ট আমাকে অনেক উতসাহিত করছে।
..
এই ভ্রমণে আমি অংশ নিতে চাই, যাতে করে নতুন জায়গা ভ্রমণের অভিজ্ঞতা এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
..
আমি মাইদুল মিঠুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ মিঠুন ভাই স্বাগতম।
মাইদুল মিঠুন বলেছেনঃ
ধন্যবাদ, শফিক মিতুল ভাই।
ব্যাক্তিগত সমস্যার কারণে মন্তব্য করতেতে দেরী হয়ে গেছে।
আমি আগ্রহী।
যাওয়ার জন্য একপায়ে খাড়া।
..
আমাকে কি কি করতে হবে যাওয়ার জন্য, বলুন।
হাফিজুর রহমান বলেছেনঃ
প্রশংসনীয় উদ্দ্যোগ, বাস্তবায়ন হলে ভাল হয়..আমি জাহাঙ্গীরনগর থেকে আছি…….
সুমন দে বলেছেনঃ
বাস্তবায়ন অবশ্যই হবে। হাফিজুর ভাই।
নাজনীন খলিল বলেছেনঃ
খুবই ভালো উদ্যোগ । সাথে আছি। আমি সিলেটে আছি । এখান থেকেই যোগ দেবো।
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ আপা।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
…
দু:খিত প্রিয় সুমন দে…
আমি আপাতত: কনফার্ম করতে পারছি না ভাই। তবে জানবেন, আপনাদের সবাইকে খুব মিস করব। একদিন দেখা হবে নিশ্চয়। সবার জন্য শুভ কামনা।
সুমন দে বলেছেনঃ
আমি খুব মিস করব আপনাকে। 🙁
সুমন দে বলেছেনঃ
সিলেট থেকেঃ ১/ গৌতম বুদ্ধ পাল ২/ শদ্ধেয় নাজনীন খলিল আপা। ৩/ আমি, সুমন দে।
ঢাকা থেকেঃ ১/ রোদেলা নীলা আপা, ২/ মাইদুল মিঠুন ভাই, ৩/ শফিক মিতুল ভাই ৪/ শফিক মিতুল ভাই উল্লেখ করেছেন জাবি’র আরো ২জন।
৫/ খ. মনিরুল ভাই ৬/ লিলিয়ান আপু ৭/ আইরিন সুলতানা আপা।
নিশ্চিত করেছেন।
সুমন দে বলেছেনঃ
আমাদের হিসেব অনুযায়ী ১০ হতে ১৫জনের টিম সব খেকে ভালো।
রোদেলা নীলা বলেছেনঃ
আমি কিন্তু ট্রেনে যাব ,কে বুকিং দিচ্ছে বা টিকেট কাটছে জানালে ভালো হয় ।
সুমন দে বলেছেনঃ
ফাইনাল আমাদের ভ্রমন প্ল্যানঃ প্রথম দিন ২৪ মার্চ সকালে (২৩ তারিখ রাতে রওয়ানা হয়ে ঢাকা থেকে সবাই একই সাথে) সিলেটে পৌঁচার পর গাড়ী করে পর্যটন মোটেলে প্রাকৃতির পরিবেশে অল্প সময়ের বিশ্রামে ও সকালের নাস্তা সেরে রাতের অবসাদ কাটানোর জন্য সময় পাবেন ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। তারপর, সকাল সাড়ে ৯টা থেকে ১০ ভেতর রওয়ানা দেয়া হবে জায়লংয়ের উদ্দেশে। সেখান থেকে ২টা থেকে আড়াইটার ভেতর জৈন্তাপুর দুপুরের খাবার শেষ করে ফেরার পথে লালাখাল ভ্রমন। লালাখাল শেষে সিলেটে ফেরার পথে হযরত শাহপরান (র:) মাজারে যাও যাওয়া হবে। সন্ধ্যের পর আবার মোটেলে। (সবাই সবার সাথে যোগাযোগ করে দয়া করে একত্রিত ভাবে আসবেন, তখন ভোর সাড়ে ৫টা থেকে ৬টায় আমি সিলেট রেল স্টেশন থেকে গাড়ি করে মোটেলে নিয়ে আসব। সবাই যাতে ২৩ তারিখ রাতেই রওয়ানা দেন একই সাথে অনুরোধ করছি)
২৫ মার্চ আবার সকাল ৯টায় রওয়ানা দিব মাধবকুন্ড, দুপুর ১টা হতে দেড়টার ভেতর মাধবকুন্ড থেকে রওয়ানা হয়ে লাউয়াছড়া (চেষ্টা করব লাউয়া ছড়ায় আপনাদের দুপুরের খাবার সারানোর) হয়ে শ্রীমঙ্গল বিভিন্ন স্পট ঘোরে সিলেট ফেরা।
২৬ মার্চ যেহেতু সবাইকে ফিরতে হবে ঢাকায় সেদিন সিলেটের ঐতিহাসিক জায়গা গুলো বেড়ানো সেই সাথে যাবার বেলা হযরত শাহজালারের মাজার ঘুরে ঢাকা রওয়ানা।
***ভ্রমনে এক্সক্লুসিভ কিছু থাকলেও থাকতে পারে 🙂
সুমন দে বলেছেনঃ
কয়েকটি বানান ভুল থাকার জন্য দু:খিত।
সুমন দে বলেছেনঃ
মোঃ গালিব মেহেদী খান ভাই ঝেরে কাশি দিয়েছি পোস্ট ৩৯-এ।
কাশির সাথে আপনার ওপর কিছু পড়ে থাকলে দুখিত।
আমি এবং সবার সহযোগীতার কথা কি ভাবে কি করতে হবে উল্লেখ করেছি।
এবার শুধু মাথাপিছু খরছ কত যাবে সেটা জানানোর অপেক্ষায় থাকবেন।
মোঃ গালিব মেহেদী খান বলেছেনঃ
সুমন দা যাক প্ল্যানটা পাওয়া গেল বাকি রইল ঢাকা থেকে একত্রে যাওয়ার বিষয়টি। সে ক্ষেত্রে যদি কেউ একজন দায়িত্বটি নেন অনেক ভাল হয়। যেমন আমি যাব এয়ারপোর্ট থেকে সে ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করতে হবে বা কটার ট্রেনে উঠতে হবে। এগুলো নির্দিষ্ট হলে ভাল হয়।
সুমন দে বলেছেনঃ
আমি সিলেটে আছি। ঢাকা থেকে সবার সাথে যোগাডেগ করে একসাথে আসার জন্য আপনি উদ্যোগটা নিলে ভালো হবে আশাকরি গালিব ভাই।
সবটাতে অন্যের অপেক্ষা করার চেয়ে আপনাদের সকলের সহযোগিতা আগেও চেয়েছি; এবার চাচ্ছি।
সুমন দে বলেছেনঃ
ঢাকায় শফিক মিতুলের সাথে যোগাযোগ করতে পারেন গালিব ভাই। ২৩ তারিখ রাতে উপবন এক্সপ্রেস ধরে সবাই সিলেটে আসলে সকাল সাড়ে ৫টা হতে ৬টার মধ্যে (২৪তারিখ) আমি সিলেট রেল স্টেশন থেকে রিসিভ করব আপনাদের সবাইকে।
তানজির খান বলেছেনঃ
যদি খুব ঝামেলায় না পড়ি আসবো আশাকরি। এই মিলন মেলা মিস করলে আফসোস করতে হবে সে বুঝি। খুব চাচ্ছি যেনো যেতে পাড়ি। দেখা হবে বিজয়ে 🙂
নিতাই বাবু বলেছেনঃ
আমিও খুব চেষ্টায় আছি তানজির দাদা।
না-আসলে আপসোস থেকেই যাবে।
সুমন দে বলেছেনঃ
শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করব বলে থাকলে আমাদের করার কিছুই থাকবে না শ্রদ্ধেয় লেখক বৃন্দ। বুকিং হবে কাল সব কিছুরই । শেষের দিকে জানালে বুকিং নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে সকলেরই।
নিতাই বাবু বলেছেনঃ
কোনো ঝামেলা হবেনা দাদা, আমি ২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে সিলেটের গাড়িতে ওঠবো। ২৫ তারিখ সবার সাথে দেখা করে আবার ২৫ তারিখ-ই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো দাদা।
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সকল নাগরিক সাংবাদিক ব্লগার/লেখকবৃন্দ (যারা জাফলং যাচ্ছেন) আমার হাতে সময় খুব কম বিধায়, আমি এই সল্প সময়ের জন্য আপনাদের সাথে এই আনন্দঘন এমুহূর্ত উপভোগ করতে চাই। আমি বহু কষ্ট করে আমার বসকে ম্যানেজ করেছি শুধু একদিনের জন্য।
সম্মানিত সুমন দাদা, আপনাকে বলছি! দাদা আমার জন্য কোনো বুকিং নয় বা করতেও হবেনা দাদা। আমি থাকবো আপনাদের সাথে দৌড়ে উপ্রে মাত্র ১২ ঘন্টার জন্য দাদা। তবু থাকতে চাই, উপভোগ করতে চাই এই আনন্দঘন মুহূর্তটি।
ধন্যবাদ দাদা, জানাবেন আমি কোথায় আপনাদের পাবো এবং আমাকে কোথায় অবস্থান করতে হবে। রাতে সিলেটের গাড়িতে ওঠলে আমি কখন সিলেট পৌঁছাবো তাও আমি জানিনা দাদা। এই অল্প সময়ের জন্য সবাইকে একসাথে পেতে চাই এবং রাতা আবার আমার গন্তব্যে পৌঁছতে চাই। তাই আওনার বা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম দাদা।
নিতাই বাবু বলেছেনঃ
ব্লগের কে কে যাছেন, তার চূড়ান্ত তালিকা প্রকাশ করতে ভুলবেন না দাদা। এতে সবারই জানা থাকবে যে আমরা এই আনন্দ উৎসবে কতজন একসাথে মিলিত হচ্ছি।
সুমন দে বলেছেনঃ
এখানে যার ভ্রমনে আসছেন খরচ নিজ দায়িত্বে বহন করবেন। সিলেট পর্যটন মোটেলে শুথু থাকার টেরিফ- এসি (কুইন) ডবল বেড রুম- ৩৫০০/ টাকা। টুইন ডবল বেড রুম এসি- ৩০০০/ টাকা। টুইন নন এসি ডবল বেড রুম-২৪০০/ টাকা। প্রথম দিন ২৪ তারিখ গাড়ি ভাড়া যাবে ১২জন হলে ৫০০০ হতে সাড়ে ৫০০০/টাকা। ২৫ তারিখ গাড়ি ভাড়া যাবে প্রায় ৭০০০/টাকা। ২৬ তারিখ গাড়ি ভাড়া যাবে প্রায় ৪০০০/ টাকা। তিন দিনের খাবার জনপ্রতি ১০০০/টাকার মধ্যে সেরে নিতে পারবেন। আলাদা করে বিভিন্ন জায়গায় নৌকা ভাড়াসহ অন্যান্য খরচ আরো ২ থেকে আড়াই হাজার টাকা লাগবে। ঢাকা-সিলেট-ঢাকা ট্রেন বাস যে কোন পরিবহনের ভাড়া বাদ দিলে মোট খরচের ১২ দিয়ে ভাগ দিলে মাথা পিছু খরচ পেয়ে যাবেন। শপিং করতে চাইলে ব্যক্তিগত হিসেবে পড়বে!
ধন্যবাদ সবাইকে।
মোনেম অপু বলেছেনঃ
সুমন ভাই, যাওয়ার ইচ্ছাটা আমার পূরণ হবে না। আমি এজন্য আন্তরিক দুঃখিত। সেই তিনদিন আমার ফ্রি থাকা সম্ভব হচ্ছে না।
সুমন দে বলেছেনঃ
যারা খরচের কথা ভাবছেন, তাদের জন্য আরেকটি নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি।
ঢাকা হতে সিলেটে ট্রেনের ভাড়া সর্বোচ্চ-৫০০ টাকা। নন এসি বাস- সর্বোচ্চ-৫০০ টাকা।
সিলেটে পর্যটন মোটেলে না থাকলে আম্বরখানা এলাকায় ডবল বেড – ৮০০ টাকা। মাথাপিছু ৪০০ টাকা। কিন্তু ২৩ তারিখের ভাড়া দিতে হবে। এতে তিন রাতের ভাড়া আসবে মাথাপিছু- ৪০০x৩=১২০০ টাকা।
খাবার তিন দিনের ও অন্যান্য খরচ হবে মাথাপিছু- ২০০০ টাকা।
তিন দিনের গাড়ী ভাড়া সর্বমোট ২১০০০টাকা ১২জন হলে- ১৭০০ টাকা।(আমাদের ভ্রমনে ১২জন ধরে হিসেব করলাম)
আবার সিলেট হতে ঢাকা ফেরত ৫০০ টাকা।
সর্বমোট মাথাপিছু খরচ আসবে- ৫০০+১২০০+২০০০+১৭০০+৫০০= ৫৯০০টাকা।
সব থকে শেষ কথা এই টাকার ভেতর ৩দিনের ভ্রমন সফল হবে। হয়ত আরো সামান্য কিছু টাকা কম লাগতেও পারে।
সুমন দে বলেছেনঃ
০৮মার্চ২০১৭, সিলেট থেকেঃ ১/ গৌতম বুদ্ধ পাল ২/ শদ্ধেয় নাজনীন খলিল আপা। ৩/ আমি, সুমন দে।
ঢাকা থেকেঃ ১/ রোদেলা নীলা আপা, ২/ মাইদুল মিঠুন ভাই, ৩/ শফিক মিতুল ভাই ৪/ শফিক মিতুল ভাই উল্লেখ করেছেন জাবি’র আরো ২জন।
৫/ খ. মনিরুল ভাই ৬/ আইরিন সুলতানা আপা। নিশ্চিত করেছিলেন। আমি আবারো রি-কনফার্ম করার জন্য অনুরোধ করছি।
শফিক মিতুল বলেছেনঃ
সুমন দা, হঠাৎ ফাইনাল পরীক্ষার ডেট পরে যাওয়ায় জাবি থেকে আমার বলা দুজন সিলেট ভ্রমণে আমাদের সঙ্গী হতে পারছেন না। আর মাইদুল মিঠুনকেও জিজ্ঞেস করলাম, তার বিশেষ কোন একটা কাজ আছে ঐসময়ে, এ কারণে সেও যেতে পারবে না বলে জানিয়েছে আমাকে। তাই এখন পর্যন্ত হিসেবে জাবি থেকে কেবল আমিই যাচ্ছি। 🙁 🙁
সুমন দে বলেছেনঃ
আর কারা কারা যাবে কনফার্ম করাটা খুব জরুরী মিতুল ভাই।
সুমন দে বলেছেনঃ
ভ্রমন কি হচ্ছেনা ???
কারো কোন সাড়া নেই???
কেনসেল করলে জানান প্লিজ।
আমি অনেক জায়গায় কথা বলে রেখেছি, সবার সুবিধার জন্যে।
রোদেলা নীলা বলেছেনঃ
আমিও অপেক্ষায় আছি 🙁 🙁 🙁 🙁
ফাহিম সারমিন বলেছেনঃ
শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়া,ও অাপুরা সবাই বেড়াতে যাবেন কিন্ত অামরা ক জন হয়ত যাচ্ছি না,!তাই বলে মিস করতে চাইনা অাপনারা কখন,কোথায়, কিভাবে সময় কাটাবেন,কি,কি,দেখবেন,কি,কি খাবেন,কিংবা কেনাকাটা করবেন সব কিছু জানাতে ভুলবেনা।তাহলে বাস্তবে না পারলাম কল্পনায় কিন্ত ভ্রমন হয়ে যাবে।অাগামীতে হয়তো,,,,, সকলের নিরাপদ ভ্রমন কামনায়,!
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন বলেছেনঃ
সুমন দা, দেশে থাকলে এই আনন্দ মিস করতাম না। পরেরবার ইনশাআল্লাহ। আর ভ্রমণের বিস্তারিত পোস্ট করেন। ছবি দেখে আর লেখা পড়ে এইবার দুধের সাধ ঘোলে মিটাই। 🙁
রোদেলা নীলা বলেছেনঃ
কাল বেলা ১২ টায় জয়ন্তিকায় আসছি ইনশাল্লাহ।থাকার ব্যাবস্থা এখনো জানিনা,তবে সব মিলিয়ে এবারের সিলেট ভ্রমণ অনেক আনন্দময় হবে,আশা করছি।শুভেচ্ছা সবাইকে ।
আইরিন সুলতানা বলেছেনঃ
কুউউউউ ঝিক ঝিক … কুউউউ ঝিক ঝিক … ভ্রমণ প্লানে কি সারদা হল আছে??? আমি সেই ছোটকালে গিয়েছিলাম.. দশম শ্রেণী থাকতে হয়তবা … মাধবকুণ্ড … জাফলং.. আম্বরখানা … মাধবকুণ্ডে হাতির পিঠে উঠেছিলাম … 🙂 আহা! সিলেট!
সুমন দে বলেছেনঃ
স্বাগতম।